গভীর রাতে বাংলায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফনি, জারি সতর্কতা

কলকাতা: প্রায় ৮০ থেকে ১২০ কিলোমিটার গতিতে বাংলায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফনি৷ শুক্রবার মধ্যরাতে থেকে শুরু করে শনিবার সকাল পর্যন্ত বাংলার উপর তাণ্ডব চালাতে পারে এই ঝড়৷ প্রায় ২৪ ঘণ্টা ঘরে ঝড়ের দাপট থাকবে বলে বৃহস্পতিবার সাফ জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস৷ আলিপুর হাওয়া অফিসের তরফে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছে, ফনির জেরে গোটা

গভীর রাতে বাংলায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফনি, জারি সতর্কতা

কলকাতা: প্রায় ৮০ থেকে ১২০ কিলোমিটার গতিতে বাংলায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফনি৷ শুক্রবার মধ্যরাতে থেকে শুরু করে শনিবার সকাল পর্যন্ত বাংলার উপর তাণ্ডব চালাতে পারে এই ঝড়৷ প্রায় ২৪ ঘণ্টা ঘরে ঝড়ের দাপট থাকবে বলে বৃহস্পতিবার সাফ জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস৷

আলিপুর হাওয়া অফিসের তরফে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছে, ফনির জেরে গোটা দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে৷ ঘূর্ণিঝড় ফনির প্রভাবে কলকাতায় তীব্র ঝড় বয়ে যেতে পারে৷ ঝড়ে ক্ষতিগ্রস্ত হতে তিলোত্তমা কলকাতায়৷

ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে৷ ভাসতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে, কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলী৷ শনিবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ কলকাতাসহ দুই ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলী, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান ও মুর্শিদাবাদ৷ শনিবার উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =