ভোটার তালিকায় নাম তুলতে চান? এখনও সুযোগ দিচ্ছে কমিশন

ভোটার তালিকায় নাম তুলতে চান? এখনও সুযোগ দিচ্ছে কমিশন

fc7ca0e5c57b124b76e77b6c855d8324

কলকাতা: প্রথম দফায় ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন৷ তবে, ভোটের বিজ্ঞপ্তি জারি হলেও ফের ভোটার তালিকায় নাম তোলার আরও একবার সুযোগ দিল নির্বাচন কমিশন৷ ভোটের আগে আবেদন করলে নাম তোলা যাবে ভোটার তালিকায়৷ কবে, কীভাবে করা যাবে আবেদন?

অতিরিক্ত সিইও সঞ্জয় বসু জানিয়েছেন, ভোটার তালিকায় নাম তুলতে এখনও আবেদন করা সুযোগ থাকছে৷ তবে, প্রথম ও দ্বিতীয় দফায় ভোটের ক্ষেত্রে আবেদনের সময়সীমা চলে গেলেও বাকি দফার ক্ষেত্রে রয়েছে সুযোগ৷ তৃতীয় দফায় যাঁরা ভোট দেবেন, তাঁরা ভোটার তালিকায় নাম তুলতে ১০ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন৷ একই ভাবে চতুর্থ দফায় ভোটের আগে ১৪ মার্চ ও পঞ্চম দফায় ভোটার তালিকায় আবেদনের সময়সীমা ২১ মার্চ পর্যন্ত৷ ষষ্ঠ দফায় ২৫ মার্চ, সপ্তম ও অষ্টম দফায় ২৯ মার্চ পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করা যাবে৷ সব আবেদন খতিয়ে দেখে ভোটার তালিকায় নাম তুলবে কমিশন৷ তারপর এবারের ভোটের নতুন ভোটাররা ভোট দিতে পারবেন৷

আগামী ২০২১ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হবে, তারা ভোটার তালিকার নতুন করে নাম নথিভুক্ত করতে পারবেন৷ ভোটার তালিকায় নাম তুলতে গেলে প্রয়োজন ৬ নম্বর ফর্ম৷ ওই ফর্ম পূরণ করতে হবে নতুন ভোটদাতাদের৷ নতুন প্রকাশিত ভোটার তালিকার ওপর ভিত্তি করেই বিধানসভায় ভোট হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *