পুর ভোটে ভিভিপ্যাট বাধ্যতামূলক নয়, হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন

পুর ভোটে ভিভিপ্যাট বাধ্যতামূলক নয়, হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন

কলকাতা: কলকাতা পুরভোটে আর মাত্র ৯ দিন বাকি৷ কিন্তু এখনও কাটছে না আইনি জটিলতা৷ পুর নির্বাচনে ভিভিপ্যাট বাধ্যতামূলক নয় বলে আদালতে জানাল রাজ্য নির্বাচন কমিশন৷ 

আরও পড়ুন- ওমিক্রন আতঙ্কের মাঝেই কলকাতা বিমানবন্দরে করোনা আক্রান্ত ব্রিটেন ফেরত যাত্রী

এদিন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব নির্বাচন কমিশনের আইনজীবী জয়ন্ত মিত্রের কাছে জানতে চান, নির্বাচন কবে কবে হবে এবং তারা কবে গণনা করতে চান? ভিভিপ্যাট নিয়ে কমিশনের অবস্থান কী? গত ৯ই ডিসেম্বর আদালত যে নির্দেশ দিয়েছিল, তার ভিত্তিতে কমিশন কি পদক্ষেপ করেছে? প্রধান বিচারপতি আরও জানতে চান, নির্বাচন কমিশনের কাছে যে ৪,৭৮৮টি ইভিএম রয়েছে, তা দিয়ে কলকাতা পুরসভা ভোট হয়ে যাবে? কেনই বা তাঁরা প্রথম দফায় শুধু কলকাতা পুরভোটের নির্বাচন করতে আগ্রহী হল? বাকি পুরসভাগুলি কেন নির্বাচন করা হল না? হাওড়া পুরসভা নিয়েও কমিশন কেন এত আগ্রহী, সেই প্রশ্নও উঠেছে৷ 

এদিকে কলকাতা পুরভোট করার পরেও কমিশনের কাছে বাড়তি ইভিএম রয়েছে। তাহলে সেই ইভিএম দিয়ে বাকি পুরসভার ভোট নয় কেন? এদিন এই প্রশ্নও করেন প্রধান বিচারপতি৷ হাতে থাকা ৮৪৭৭ ইভিএম দিয়ে অন্য পুরসভার ভোটের দিনক্ষণ কেন ঘোষনা করা হল না? কমিশনের কাছে জানতে চান প্রধান বিচারপতি৷ ১১১টি পুরসভার ভোট করতে কত ইভিএম লাগবে কমিশন সেই হিসেব করেছে কিনাও জানতে চাওয়া হয়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 7 =