নজরে মতুয়া ভোট: এই বাজেট তো সবে শুরু, মন্তব্য মোদির

বারাসত: নজরে মতুয়া ভোট৷ লোকসভা নির্বাচনের আগে মতুয়া মহাসঙ্ঘের প্রধান বড়মা বীণাপাণি দেবীর আশীর্বাদ দিয়ে বাংলায় ভোট প্রচার শুরু করলেন নরেন্দ্র মোদি৷ আজ, দুপরে অসুস্থ বড়মার বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সঙ্গে দেখা করেন৷ কথাও বলেন৷ মিনিট পাঁচেক কথা বলার পর সভামঞ্চে উঠে যান মোদি৷ এদিন সভামঞ্চে তাঁকে সংবর্ধনা দেওয়া হয় মতুয়া মহাসঙ্ঘের তরফে৷

e95c86e990c35ab660676241dcf97f05

নজরে মতুয়া ভোট: এই বাজেট তো সবে শুরু, মন্তব্য মোদির

বারাসত: নজরে মতুয়া ভোট৷ লোকসভা নির্বাচনের আগে মতুয়া মহাসঙ্ঘের প্রধান বড়মা বীণাপাণি দেবীর আশীর্বাদ দিয়ে বাংলায় ভোট প্রচার শুরু করলেন নরেন্দ্র মোদি৷ আজ, দুপরে অসুস্থ বড়মার বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সঙ্গে দেখা করেন৷ কথাও বলেন৷ মিনিট পাঁচেক কথা বলার পর সভামঞ্চে উঠে যান মোদি৷ এদিন সভামঞ্চে তাঁকে সংবর্ধনা দেওয়া হয় মতুয়া মহাসঙ্ঘের তরফে৷ দেওয়া হয় সোনার স্তবক৷এদিন মঞ্চে উঠে রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, চৈতন্যদেব, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে শুরু করেন ভাষণ৷

শুরুতেই কেন্দ্রের উন্নয়নমূলক কাজের প্রচার শুরু করেন মোদি৷ শুক্রবার বাজেট প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘‘এই বাজেট তো সবে শুরু৷ পরে যখন পূর্ণ বাজেট হবে, তখন দেখবেন বিকাশ কীভাবে হবে৷’’ প্রশ্ন উঠছে, তাহলে মোদির পাঁচ বছরে ছ’বারের বাজেট কী তবে, বিকাশের সুযোগ মেলেনি? পর্যবেক্ষক মহলের ধারণা, এই মন্তব্যের মধ্যে দিয়ে আরও পাঁচ বছর সরকারে থাকার ইচ্ছাই প্রকাশ করলেন মোদি৷ এদিন, কৃষক ও শ্রমিকদের সমস্যা সমাধান হবে বলেও এদিন ফের প্রতিশ্রুতি দেন মোদি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *