কলকাতা: ভোটকর্মীদের প্রশিক্ষণ ও নির্বাচন কমিশনের ব্যবহার নিয়ে ফের বিক্ষুব্ধ শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ৷ ছুটির দিনেও ভোটের প্রশিক্ষণ, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটকর্মীদের কার্যত হুঁশিয়ারি দেওয়ার প্রতিবাদে জানিয়ে ফের সরব শিক্ষক সংগঠন৷ অবিলম্বে কমিশনের দেওয়া হুঁশিয়ারি প্রত্যাহারের দাবি জানিয়েছে ঐক্য মঞ্চ৷ মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী জানিয়েছেন, ‘‘ছুটির দিনেও প্রশিক্ষণের দিন ধার্য করা বন্ধ হোক৷ বন্ধ হোক কমিশনের হুঁশিয়ারি দেওয়ার প্রথা৷’’ সাসপেনশনের হুঁশিয়ারি দিয়ে কমিশনের শোকজের ঘিরেও তৈরি হয়েছে ক্ষোভ৷
গত ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই রাজ্যজুড়ে বিদ্যালয়গুলিতে নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির পঠন-পাঠন শুরু হয়েছে৷ সপ্তাহের ৬ দিনই সচল হয়ে উঠেছে স্কুল৷ শিক্ষক, শিক্ষাকর্মীরাও ছুটি পাচ্ছেন আগের মতোই৷ শুধুমাত্র রবিবার৷ কিন্তু নির্বাচন কমিশন রবিবার ছুটির দিনে প্রশিক্ষণের দিন হিসেবে ধার্য করছে৷ গত ২১ ফেব্রুয়ারি ও ৭ মার্চ প্রশিক্ষণের দিন ধার্য করা হয়েছে৷ রবিবার সত্ত্বেও ভোটের ট্রেনিংয়ের ছুটতে হয়েছে শিক্ষকদের৷ প্রশিক্ষণের পর ফের সোম-শনি স্কুল করতে বাধ্য হচ্ছেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা৷ অন্যান্য দফতরে থাকা ভোট কর্মীরাও ছুটির দিনে নির্বাচনী প্রশিক্ষণ যোগ দিচ্ছেন৷ ছুটির দিনগুলিতে এইভাবে ট্রেনিংয়ের ব্যবস্থা করা বন্ধের দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ৷
অন্যদিকে, বিশেষ অসুবিধা থাকায় ভোটের প্রশিক্ষণের যোগ দিতে না পারলে তাদের শোকজ করা হচ্ছে বলে অভিযোগ ঐক্য মঞ্চের৷ সেই শোকজের ভাষা নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে শিক্ষা মহলে৷ এবিষয়ে মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী জানিয়েছেন, “বিগত দিনে শোকজের এমন ভাষা কোনোদিন দেখিনি৷ নির্বাচন কমিশনের এই প্রচ্ছন্ন হুমকির বিরোধিতা করছি৷’’ বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষাকর্মীকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়ে কমিশনের শোকজের ঘিরেও তৈরি হয়েছে ক্ষোভ৷ প্রসঙ্গত, প্রাথমিকভাবে কারণ দেখানোর জন্য সাধারনভাবে শোকজ করার নিয়ম রয়েছে৷ কিন্তু তার জন্য বাস্তবে সত্যিই কোনও সমস্যা হয়েছিল কি না সেটা আগে জানতে হয়৷ তা না করে কমিশনের হুঁশিয়ারি চিঠি ভোটকর্মীদের আত্মমর্যাদায় আঘাত হানার সমান বলে মনে করছে ঐক্য মঞ্চ৷ নির্বাচন কমিশনের এই হুঁশিয়ারি অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়েছে ঐক্য মঞ্চ৷