নদীয়া: ব্যালট পেপারে ভোট গ্রহণ শুরু হল নদীয়ার শান্তিপুর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে। হাতেগোনা আর মাত্র কয়েকদিন পর আগামী তিরিশে অক্টোবর সারা রাজ্যে চারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে শান্তিপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের নির্ঘণ্ট ইতিমধ্যেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সেই মোতাবেক যেই সব ভোটাররা শারীরিকভাবে পিছিয়ে পড়া অথবা বয়স জনিত কারনে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দান করতে অক্ষম মূলত সেইসব ভোটারদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ৷ বৃহস্পতিবার সকাল থেকে শান্তিপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকায় কড়া প্রশাসনিক নিরাপত্তার মধ্য দিয়ে ভোটদান পর্ব শুরু করতে দেখা গেল স্থানীয় বিডিও অফিসের নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারী সহ ভোট কর্মীদের।
এই দিন সকাল থেকে রীতিমতো যুদ্ধকালীন পরিস্থিতিতে কড়া পুলিশি নিরাপত্তা সহকারে ভোট কর্মীরা এই ধরনের শারীরিক ভাবে অক্ষম ভোটারদের বাড়িতে পৌঁছান। এরপর নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে ও ভোট কর্মীদের উপস্থিতিতে সেইসব ভোটাররা নিজেদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করেন নিজেদের ভোট দানের মাধ্যমে। এই দিনের এই ব্যালট পেপারে ভোট গ্রহণকে কেন্দ্র করে যে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ শান্তিপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার বলয়ে।
স্বভাবতই, পুজো মিটতেই এলাকায় ফিরে এসেছে ভোটের আমেজ৷ শান্তিপুরে এবারে চতুর্মুখী লড়াই হলেও মূল লড়াইয়ে রয়েছে সেই যুযুধান দুই প্রতিপক্ষ বিজেপি ও তৃণমূল৷ একদিকে নিজেদের জেতা আসন ধরে রাখা যেমন বিজেপির কাছে চ্যালেঞ্জ তেমনই মাত্র ৫৭ ভোটের জন্য পরাজিত আসনটি পুনরুদ্ধার করা শাসকের কাছে বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷