ভোট বড় বালাই! ‘বিবাহ অভিযান’ বাতিল করলেন মিমি

কলকাতা: প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই মিমি চক্রবর্তীর নাম খবরের শিরোনামে। সময়ের সঙ্গে বাড়ছে ভোটের প্রচারের চাপ। তাই বিরসা দাশগুপ্তর নতুন ছবি ‘বিবাহ অভিযান’ থেকে সরে দাঁড়ালেন মিমি। And thanks for all support as always @iammony @BirsaDasgupta ? and team will miss u @AnkushLoveUAll @sohinisarkar01 pic.twitter.com/Dgt2UK4IF1 — Mimssi (@mimichakraborty) March 15, 2019 গতকাল শুক্রবার

ভোট বড় বালাই! ‘বিবাহ অভিযান’ বাতিল করলেন মিমি

কলকাতা: প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই মিমি চক্রবর্তীর নাম খবরের শিরোনামে। সময়ের সঙ্গে বাড়ছে ভোটের প্রচারের চাপ। তাই বিরসা দাশগুপ্তর নতুন ছবি ‘বিবাহ অভিযান’ থেকে সরে দাঁড়ালেন মিমি।

গতকাল শুক্রবার ট্যুইটারে একথা ঘোষণা করেন অভিনেত্রী স্বয়ং। তিনি লিখেছেন,‘আগামী লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা হওয়ার পর ছবিটা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম। এই মুহূর্তে ছবির শ্যুটিং শিডিউলে অসুবিধা সৃষ্টি না করে সাম্প্রতিক দায়বদ্ধাতাকে সম্মান জানানোটাই আমার উচিত মনে হয়েছিল। বিবাহ অভিযানের সম্পূর্ণ টিমকে আমার শুভেচ্ছা জানাই।’ প্রসঙ্গত আগামী সপ্তাহেই মুক্তি পাবে মিমির নতুন ছবি ‘মন জানে না’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 6 =