বারাসত: ভোট দিলেন অর্জুন সিং। বৃহস্পতিবার সকাল থেকে রাজ্য জুড়ে চলছে ষষ্ঠ দফার নির্বাচন। ভোটগ্রহণ হচ্ছে উত্তর দিনাজপুর, নদীয়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব বর্ধমান জেলার ৪৩টি বিধানসভা কেন্দ্রে। এদিন সকাল সকাল ভোট দিলেন বিজেপির সাংসদ অর্জুন সিং ও তার ছেলে। উত্তর ২৪ পরগনা জেলার জগদ্দল বিধানসভা কেন্দ্রের ১৪৪ নম্বর বুথ কেন্দ্রে গিয়ে বৃহস্পতিবার সকাল সকাল নিজের ভোট দেন অর্জুন সিং। ভাটপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা অর্জুন সিং-এর পুত্র পবন সিংও এদিন বাবার সঙ্গে বুথে গিয়ে নিজের ভোট দেন।
অন্যদিকে ভোট দিলেন মুকুল রায়ও। সঙ্গে নিজের ভোট দিলেন মুকুল-পুত্র শুভ্রাংশু। ষষ্ঠ দফার নির্বাচনে কাঁচরাপাড়া বিধানসভা কেন্দ্রের ১৪১ নম্বর বুথকেন্দ্র কাঁচরাপাড়া মিউনিসিপাল পলিটেকনিক হাই স্কুলে গিয়ে বৃহস্পতিবার সকাল সকাল নিজেদের ভোট দেন পিতা ও পুত্র। বহুদিন পর ভোটের ময়দানে নেমেছেন দীর্ঘদিনের পোড়খাওয়া রাজনীতিবিদ মুকুল রায়। সিপিআইএমের দুঁদে রাজনীতিবিদ অনিল বিশ্বাস মারা যাওয়ার পর তাকেই বাংলার রাজনীতির ‘চাণক্য’ বলা হয়। পাশাপাশি এই প্রথমবার মুকুল পুত্র শুভ্রাংশুও নেমেছেন ভোট যুদ্ধের ময়দানে। উত্তর ২৪ পরগনার বীজপুরের বিজেপি প্রার্থী শুভ্রাংশু।