ভোট করাতে নয়া ‘অপারেশন’ অর্জুনের, ‘ঘুম’ উড়েছে তৃণমূলের

বারাকপুর: অপেক্ষা মাত্র ২৪ ঘণ্টার৷ তার পরই শুরু হয়ে যাবে পঞ্চম দফার নির্বাচন৷ সোমবার বারাকপুরে পদ্ম ফোটাতে এবারে ‘অনুব্রত মডলে’ নয়া ‘অপারেশন’ চালানো হবে বলে রবিবার সংবাদ মাধ্যমে সাফ জানিয়ে দিলেন অর্জুন সিং৷ ভোটের আগে অর্জুনের নয়া ‘অপারেশনে’র হুমকি চিন্তায় ঘুম উড়েছে তৃণমূলের৷ এলাকায় অশান্তির আশঙ্কায় বারাকপুরের বিজেপি প্রার্থীকে গৃহবন্দি করার দাবি তৃণমূল নেতৃত্বর৷ [আরও

ভোট করাতে নয়া ‘অপারেশন’ অর্জুনের, ‘ঘুম’ উড়েছে তৃণমূলের

বারাকপুর: অপেক্ষা মাত্র ২৪ ঘণ্টার৷ তার পরই শুরু হয়ে যাবে পঞ্চম দফার নির্বাচন৷ সোমবার বারাকপুরে পদ্ম ফোটাতে এবারে ‘অনুব্রত মডলে’ নয়া ‘অপারেশন’ চালানো হবে বলে রবিবার সংবাদ মাধ্যমে সাফ জানিয়ে দিলেন অর্জুন সিং৷ ভোটের আগে অর্জুনের নয়া ‘অপারেশনে’র হুমকি চিন্তায় ঘুম উড়েছে তৃণমূলের৷ এলাকায় অশান্তির আশঙ্কায় বারাকপুরের বিজেপি প্রার্থীকে গৃহবন্দি করার দাবি তৃণমূল নেতৃত্বর৷

[আরও পড়ুন- সোমবার অর্জুন সিংকে নজরবন্দির আর্জি নিয়ে কমিশনে জ্যোতিপ্রিয়]

রবিবার নির্বাচন কমিশনের আধিকারিক বিবেক দুবের সঙ্গে দেখা করেন অর্জুন৷ দীর্ঘ বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ভাটপাড়ার ‘বেতাজ বাদশা’ অর্জুন সিং৷ অনুব্রত মণ্ডলের সঙ্গে তাঁর তুলনা করা হলে তীব্র আপত্তি জানান তিনি৷ বলেন, ‘‘অনুব্রত মণ্ডল গুন্ডা আছে, আমি প্রার্থী আছি৷’ সোমবার ভোটের রণকৌশল নিয়ে অর্জুন সাফ জানিয়ে দেন, ‘‘প্রতিটা ভোটেই আমি নতুন নতুন অপারেশন করি৷’’

[আরও পড়ুন- ‘বিত্তশালী’ অর্জুন-দীনেশের সম্পত্তির পরিমাণ জানলে চমকে উঠবেন]

অর্জুনের এই ‘অপারেশন’কে ঘিরে ভোটের ২৪ ঘণ্টা আগে চিন্তা বাড়িয়েছে তৃণমূল শিবিরে৷ ভোটের আগে অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করে রাখা হলেও কেন অর্জুনের বিরুদ্ধে একই রমক ব্যবস্থা নেওয়া হবে না? প্রশ্ন তুলে কমিশনে নালিশ তৃণমূলের৷

ভোটে আশান্তির কথা মাথায় রেখে ইতিমধ্যেই বারাকপুরে কড়া নজর রাখছে কমিশন৷ বারাকপুরে ৩০০টি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করেছে কমিশন৷ ১৫৭টি বুথে সিসি টিভি থাকবে। ২৫টি বুথে ভিডিওগ্রাফি করা হবে। এবং ২৫২টি বুথে মাইক্রো অবজারভাররা থাকবেন৷ বারাকপুর লোকসভায় ১১৩টি সেক্টর অফিস করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 6 =