EVM সক্রিয় হতেই উত্তেজনা খাস কলকাতায়

EVM সক্রিয় হতেই উত্তেজনা খাস কলকাতায়

 
কলকাতা: চলছে বাংলা ভোটের শেষ দফার ভোটগ্রহণ৷ ইভিএম যন্ত্র সক্রিয় হতে না হতেই একের পর এক উত্তেজনার খবর আসতে শুরু করেছে খাস কলকাতা থেকে৷

ভোট শুরু হতেই বেলেঘাটায় জমায়েত ঘিরে বিশৃঙ্খলা তৈরি হয়৷ বুথের সামনে বাজার বসলে তা তুলে দেয় পুলিশ৷ এই নিয়েই বিক্রেতাদের সঙ্গে পুলিশের বচসা, পরে উত্তেজনা তৈরি হয়৷অশান্তি এড়াতে কয়েকজনকে আটক করা হয় বলে অভিযোগ৷

ভোট শুরুর আগে এন্টালি কেন্দ্রে উত্তেজনা৷ বিজেপি পোলিং এজেন্টকে বাধা, কর্মীদের উপর হামলার অভিযোগ৷ কাঠগড়ায় শাসকদল৷ পরে বাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ মধ্য কলকাতার এই কেন্দ্রে রয়েছে বাড়তি নিরাপত্তা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − fifteen =