ভোটের গেরোয় উধাও বাস, চূড়ান্ত ভোগান্তি জনতার

হাওড়া: কলকাতার দু’টি ও উত্তর ২৪ পরগনার তিনটি লোকসভা কেন্দ্রে আগামীকাল, রবিবার ভোট। তার জন্য শুক্রবার থেকেই কলকাতাগামী বাসের সংখ্যা কমতে শুরু করেছে। প্রতিদিন যেখানে কলকাতা ও উত্তর ২৪ পরগনার বিভিন্ন রুটে গড়ে ৮৯০টি বাস চলাচল করে সেখানে শুক্রবার চলেছে ৭০০’র কাছাকাছি। আজ, শনিবার সব রুটে কিছু বাস রেখে বাকি সব বাস তুলে নেওয়া হবে

ভোটের গেরোয় উধাও বাস, চূড়ান্ত ভোগান্তি জনতার

হাওড়া: কলকাতার দু’টি ও উত্তর ২৪ পরগনার তিনটি লোকসভা কেন্দ্রে আগামীকাল, রবিবার ভোট। তার জন্য শুক্রবার থেকেই কলকাতাগামী বাসের সংখ্যা কমতে শুরু করেছে।

প্রতিদিন যেখানে কলকাতা ও উত্তর ২৪ পরগনার বিভিন্ন রুটে গড়ে ৮৯০টি বাস চলাচল করে সেখানে শুক্রবার চলেছে ৭০০’র কাছাকাছি। আজ, শনিবার সব রুটে কিছু বাস রেখে বাকি সব বাস তুলে নেওয়া হবে বলে বাস মালিক সংগঠন সূত্রে জানা গিয়েছে।

তবে শনি ও রবিবার ছুটির দিন হওয়ায় যাত্রী সংখ্যা তুলনামূলক কম থাকবে। কিন্তু, সোমবার বাস পরিষেবা স্বাভাবিক হতে দুপুর গড়িয়ে যাবে। ফলে সোমবার অফিস যাত্রীদের নাকাল হওয়ার প্রবল আশঙ্কা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 6 =