কলকাতা: ঈদ উল ফিতর উপলক্ষে পিছিয়ে গেল সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের ভোট৷ ১৩ মে’র পরিবর্তে এই দুই কেন্দ্রে নির্বাচন হবে ১৬ মে। গণনা হবে ১৯ মে। তবে ২১ শে মে’র মধ্য সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এমনটাই কমিশন সূত্রে খবর।
আরও পড়ুন- ভোট ময়দানে রাজ! স্বামীকে ভালোবাসায় জড়িয়ে জয়ের শুভেচ্ছে শুভশ্রীর
প্রসঙ্গত, এই দুটি কেন্দ্রে বৃহৎ অংশের ভোটার ইসলাম ধর্মালম্বী। নির্ধারিত দিনে ভোটগ্রহণ হলে উৎসব পালনে সমস্যায় পড়বেন এখানকার ভোটাররা৷ তাই নির্বাচন কমিশনের কাছে ১৩ মে-র বদলে অন্য কোনওদিন ভোটগ্রহণ করার আবেদন জানানো হয়েছিল৷ নির্বাচনী নির্ঘণ্ট পরিবর্তনের জন্য আবেদন জানিয়েছিল রাজনৈতিক দলগুলি। প্রসঙ্গত, এই দুই কেন্দ্রে প্রথম ভোট পিছিয়ে দেওয়ার দাবি তুলেছিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী৷ পরে একই সুর শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও৷
উল্লেখ্য, এই দুই কেন্দ্রে দুই প্রার্থীর মৃত্যুর জন্যই ভোট স্থগিত রাখা হয়। ১৫ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মারা যান সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক। এর ঠিক পরের দিন অর্থাৎ ১৬ এপ্রিল মৃত্যু হয় জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর। তিনিও করোনা আক্রান্ত হয়েই মারা যান৷