কলকাতা: উত্তর থেকে দক্ষিণ৷ চলছে পঞ্চম দফার নির্বাচন৷ করোনা বিধি মাথায় রেখে ভোটগ্রহণের কথা থাকলেও তা বেশিরভাগ কেন্দ্রেই অমিল৷
আজ সকালে বরানগরে সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী অমল কুমার মুখোপাধ্যায় আড়িয়াদহ রামকৃষ্ণ লাইব্রেরিতে ভোট দিলেন৷ কামারহাটি বিধানসভা কেন্দ্রের দেশপ্রিয় নগরে ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই চোখে পড়ছে ভোটারদের লম্বা লাইন৷ দীর্ঘ লাইনে উধাও দূরত্ব বিধি৷
জলপাইগুড়ি জেলার সাতটি বিধানসভা কেন্দ্রে সকাল সাতটা থেকে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ৷ ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার নোওয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ইভিএম খারাপ হলেও শীঘ্রই চালু হয়ে যায় ভোট৷ দার্জিলিং এবং কার্শিয়াংয়ের বিভিন্ন বুথে চলছে ভোটগ্রহণ৷ চোখে পড়ছে মহিলা ভোটারদের দীর্ঘ লাইন৷ তবে, দক্ষিণবঙ্গের বেশিরভাগ বুথে দূরত্ববিধি পালন না করা হলেও পাহাড় দেখাল সচেতনতার ছবি৷