ডেবরা: নন্দীগ্রামের পাশাপাশি একুশের ভোটে অন্যতম হাইপ্রোফাইল কেন্দ্র হয়ে উঠেছে ডেবরা৷ এই কেন্দ্রে সম্মুখ সমরে প্রাক্তন দুই আইপিএস অফিসার৷ তৃণমূলের টিকিটে এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন হুমায়ুন কবীর৷ অন্যদিকে, বিজেপি’র হয়ে ময়দানে নেমেছেন একদা মমতা ঘনিষ্ঠ ভারতী ঘোষ৷ সকাল থেকে এই কেন্দ্রেও উত্তেজনা ছড়িয়েছে৷ অভিযোগ, এই কেন্দ্রে বিজেপি’র পোলিং এজেন্টকে বসতে দিচ্ছে না তৃণমূল৷
আরও পড়ুন- ময়নার বুথে ঢুকতেই দেওয়া হল না তৃণমূলের পোলিং এজেন্টকে, বাধা প্রার্থীকে, উত্তেজনা তুঙ্গে
বিজেপি প্রার্থী ভারতী ঘোষ বলেন, এখানে অবাধ ও সুষ্ঠ নির্বাচন হচ্ছে না৷ তাই যদি হয় তাহলে আমার বুথ সভাপতিকে কেন এখানে বসতে দেওয়া হচ্ছে না৷ তিনি ভয় পেয়ে পালিয়ে গিয়েছে৷ গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ শেখ সাইদুল ও শেখ ইকবাল গিয়ে তাঁকে ভয় দেখিয়েছে৷ বলা হয়েছে এখানে বসবি না, গন্ডোগোল হবে৷ ভোটের পর ঘর ভাঙার হুমকিও দেওয়া হয়েছে৷ এটা কি অবাধ ও সুষ্ঠ নির্বাচন হচ্ছে? নির্বাচন কমিশন অ্যাকটিভ হলে এখানে কাউকে পাঠাক৷ গোটা বিষয়টা তদন্ত করে দেখা হোক৷ সুষ্ঠ ও অবাধ নির্বাচনের জন্য কড়া পদক্ষেপ করা উচিত৷ বারুলিয়া অত্যন্ত হিংসা রয়েছে৷ ১০০ মিটারের মধ্যে জমায়েত হচ্ছে৷ নির্বাচন কমিশন এবং সিআরপিএফ-এর দেখা নেই৷ এখানে ভোটারদের প্রভাবিত করার অভিযোগও তোলেন তিনি৷