ভোটার তালিকায় ভুয়ো ভোটা, তালিকা সংশোধনের দাবি বামেদের

ভোটার তালিকায় ভুয়ো ভোটা, তালিকা সংশোধনের দাবি বামেদের

fc7ca0e5c57b124b76e77b6c855d8324

কলকাতা: ভোটের দামামা বেজেছে বাংলায়। আর এই পরিস্থিতিতে উত্তপ্ত হয়েছে বঙ্গ-রাজনৈতিক পরিবেশ। প্রতিটি দল একে অপরের খামতিগুলি তুলে ধরতে চাইছে জনগণের সামনে। আর এরই মাঝে বৃহস্পতিবার দুপুর নির্বাচন কমিশনে গিয়ে একগুচ্ছ অভিযোগ জানিয়ে এলেন সিপিআইএম নেতা রবিন দেব৷ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক শেষে মুখোমুখি হন সাংবাদিকদের৷ সেখানে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তোলেন রবিন দেব৷ নির্বাচন কমিশনের কাছে বেশ কিছু আর্জি রাখেন তিনি।

বর্ষীয়ান সিপিএম নেতা রবিন দেব আজ নির্বাচন কমিশনকে ভোটার তালিকায় সংশোধনের দিকটি খতিয়ে দেখতে বলেন। তিনি বলেন, ‘‘কমিশনের উচিত ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের পরিচয় যাচাই করা এবং ভুয়ো ভোটারদের চিহ্নিত করে বাদ দেওয়া৷’’  এছাড়াও তিনি বলেন, ‘‘এমন অনেক মানুষ আছেন যাদের ভোটার তালিকায় নাম নেই, তাদের নাম যাতে সেখানে অন্তর্ভুক্ত করা হয় তার আর্জি জানাচ্ছি৷’’

বাম নেতা রবিন দেব আজ কেন্দ্র ও রাজ্য সরকারকে একহাত নেন সাংবাদিকদের সামনে৷ তিনি গতবছর জানুয়ারিতে দিল্লির ভোটে অনুরাগ ঠাকুরের ব্যবহারের প্রসঙ্গ টেনে বলেন, ‘‘গত বছর দিল্লিতে অনুরাগ ঠাকুর যা যা বলেছেন বা করেছেন, আজ টালিগঞ্জে তৃণমূল নেতারা একই কথা বলছেন৷’’ এছাড়াও কেন্দ্র ও রাজ্য সরকারকে তিনি ‘অরাজক সরকার’ বলেও তোপ দাগেন। সিপিএম নেতা রবিন দেব বৃহস্পতিবার আরো জানান, বাংলায় ভোট মানেই দাঙ্গা ও হাঙ্গামার পটচিত্র। এই বিষয়ে তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ‘‘প্রতিটি নির্বাচনের আগে নির্বাচন কমিশন এইসব দূর করার প্রতিশ্রুতি দিলেও আদতে তা হয়না। ভোটে গন্ডগোল ঠিকই হয় বাংলায়৷’’

এছাড়াও বাংলার নির্বাচনে ভোট কর্মীদের সুরক্ষার বিষয়ে বর্ষীয়ান বাম নেতা রবিন দেব নির্বাচন কমিশনকে বেশ কিছু আর্জি জানান। তিনি এই প্রসঙ্গে বলেন, ‘‘নির্বাচন কমিশনের সমস্ত ভোটকর্মীদের নিরাপত্তার বিষয়ে বিশেষ নজর দেওয়া দরকার। এর আগেও নির্বাচনে বেশ কিছু ভোটকর্মী প্রাণ হারিয়েছেন৷’’  তাছাড়া তিনি রাজ্যের নির্বাচন অবজার্ভর না রেখে কেন্দ্রীয় অবজার্ভর রাখার আবেদনও জানান কমিশনের কাছে। মোটের উপর শান্তিপূর্ণ ভোটের একটি সুসজ্জিত আবেদন রাখলেন আজ রবিন দেব। তবে তার আজকের বক্তব্যে কেন্দ্র ও রাজ্যের উপর ক্ষোভ যথেষ্ট লক্ষ্যনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *