জেলা শাসকের দফতরের সামনেই গড়াগড়ি করছে অসংখ্য ভোটার পরিচয়পত্র

জেলা শাসকের দফতরের সামনেই গড়াগড়ি করছে অসংখ্য ভোটার পরিচয়পত্র

 

বাঁকুড়া: জেলা প্রশাসনের সর্বোচ্চ আধিকারিকের দফতরের সামনেই গড়াগড়ি করছে অসংখ্য ভোটার পরিচয়পত্র। অথচ তা নিয়ে কারও কোনও হেলদোল নেই৷ অভিযোগ, প্রশাসনের কর্তারা দেখেও দেখছেন না৷ তারই জেরে বাঁকুড়ায় জেলাশাসকের দপ্তরের সামনে গত কয়েক দিন ধরে পড়ে রয়েছে অসংখ্য ভোটার পরিচয়পত্র।

আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বাঁকুড়া শহরে। একই সঙ্গে জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের দায়িত্বশীল ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পড়ে থাকা এই ভোটার পরিচয়পত্র দিয়ে কেউ কোন অপরাধমূলক কাজ করলে তার দায় কে নেবে? সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন এনিয়েও।

 বাঁকুড়া জেলা আদালতের আইনজীবী বিলেশ্বর সিনহা বলেন, এভাবে ভোটার পরিচয় পত্র ফেলে রাখা যায় না। আইনবিরুদ্ধ কাজ। একই সঙ্গে খোদ জেলাপ্রশাসনের দায়িত্বজ্ঞানহীনতাকে দায়ী করে তিনি বলেন, ‘‘এভাবে এগুলি ফেলে রেখে ‘অপরাধের উৎপত্তিস্থলে’ পরিনত করা হয়েছে জেলাশাসকের দপ্তরের সামনের জায়গা। যা কাম্য নয়৷’’

একই দাবি করেন জেলাশাসকের দপ্তরে ব্যক্তিগত কাজে আসা নিমাই কর্মকার, উমাশঙ্কর দত্তরা। তাঁদের কথায়, ‘‘প্রশাসন অন্যায় কাজ করেছেন। এই ভোটার পরিচয় পত্র সংগ্রহ করে কেউ অপরাধ করলে তার দায় গিয়ে বর্তাবে সংশ্লিষ্ট ভোটার পরিচয়পত্রে নাম থাকা ‘নিরীহ’ ব্যক্তির ওপর৷’’ কিভাবে এই ভোটার পরিচয় পত্র এখানে এল, প্রশাসনই বা কেন কোনও পদক্ষেপ গ্রহণ করছেন না, তা নিয়েও উঠছে প্রশ্ন৷ যদিও এবিষয়ে প্রশাসনের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 4 =