ভোটের লাইনে দাঁড়িয়ে গুলিতে মৃত্যু! মারাত্মক ঘটনা শীতলকুচিতে

ভোটের লাইনে দাঁড়িয়ে গুলিতে মৃত্যু! মারাত্মক ঘটনা শীতলকুচিতে

64cb7bde09fd9556db4e74c62bc24c09

 

শীতলকুচি: মারাত্মক এবং একইসঙ্গে কার্যত নজিরবিহীন ঘটনা ঘটল এবারের বিধানসভা নির্বাচনে। শীতলকুচিতে ভোটের লাইনে দাঁড়িয়ে এক ভোটারের গুলিতে মৃত্যু হয়েছে বলে খবর। মৃত ওই ব্যক্তির বিজেপি সমর্থক বলে দাবি করেছে পরিবার। তার নাম আনন্দ বর্মন। মৃত ওই ভোটারের বয়স ১৮-২০ বছরের মধ্যে এবং তিনি এইবার প্রথম ভোট দিতেন। পরিবার দাবি করছে তারা বিজেপি সমর্থক এবং তৃণমূল কংগ্রেসের কিছু গুন্ডারা এলাকায় গুলি এবং বোমাবাজি করছিল। পালাতে গিয়ে ওই ভোটারের কাঁধে গুলি লাগে এবং তার মৃত্যু হয়। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে ওই মৃত ভোটার তাদের দলের সমর্থক। এই নিয়ে ইতিমধ্যেই বিজেপি এবং তৃণমূল কংগ্রেস তরজা তুঙ্গে। যদিও ভোটের লাইনে দাঁড়িয়ে থেকে এইভাবে গুলিতে মৃত্যু, হয়তো রাজ্যে প্রথম! 

সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়েছে শীতলকুচি। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে দাবি করেছে যে তাদের কর্মী এবং সমর্থকদের হামলা করা হয়েছে। ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে এবং কর্মীদের হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ জানানো হয় একে অপরের বিরুদ্ধে। পরবর্তী ক্ষেত্রে দুই দলের সংঘাতে এলাকায় গুলি চলে এবং ব্যাপক লাঠিচার্জ করতে হয় পুলিশকে। সকাল থেকেই শীতলকুচিতে তৎপর কেন্দ্রীয় বাহিনীও। এরই মাঝে ভোটের লাইনে গুলি লেগে এক ভোটারের মৃত্যুর মতো নজিরবিহীন ঘটনা ঘটে গেল সেখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *