কলকাতা: বিধানসভা নির্বাচনের আর মাত্র আড়াই মাস বাকি। ভোট যে দরজায় কড়া নাড়ছে, পশ্চিমবঙ্গের রোজকার উত্তপ্ত রাজনৈতিক আবহই তার জানান দিচ্ছে। ইতিমধ্যে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর মাঝেই ভোটার কার্ড হারিয়ে গেলে কীভাবে সমস্যার সমাধান করবেন, তারও সহজ উপায় বাতলে দিল নির্বাচন দফতর।
ভোটার কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি হারিয়ে গেলে কপালে চিন্তার ভাঁজ পড়া স্বাভাবিক। থানায় ডায়েরি থেকে শুরু করে নির্দিষ্ট দফতরে ছোটাছুটি, পোহাতে হয় হাজার একটা ঝক্কি। আবার একেবারে হাত পা গুটিয়ে বসে থাকারও উপায় নেই। এমতাবস্থায় মাত্র ২৫ টাকা দিলে বাড়িতে বসে বসেই পাওয়া যাবে নতুন ভোটার কার্ড, এমনটাই জানিয়েছে নির্বাচন দফতর। তাঁদের এই নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলেই।
সূত্রের খবরে জানা গেছে, এবার থেকে কোনো নাগরিকের ভোটার কার্ড হারিয়ে গেলে আর থানায় যেতে হবে না। পুলিশি ডায়েরির কোনো প্রয়োজন হবে না নতুন ভোটার কার্ডের জন্য। শুধু তাই নয়,বাড়িতে বসে অনলাইনেই আবেদন করা যাবে। এদিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কাছে জেলাশাসক পার্থ ঘোষ বলেন, “এতদিন কারোর ভোটার কার্ড হারিয়ে গেলে নতুন কার্ডের জন্য সংশ্লিষ্ট দফতরে আবেদন করতে হত। কিন্তু এখন নির্বাচন দফতরের নিজস্ব ওয়েবসাইটে গিয়েই সেই আবেদন করা যাবে।” নতুন কার্ডের জন্য ২৫ টাকাও অনলাইনে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। নতুন কার্ডের জন্য www.nvsp.in ওয়েবসাইটে গিয়ে ০০১ ফর্ম পূরণ করতে হবে।
নির্বাচন দফতরের এই ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত অনলাইনে জমা পড়েছে বহু আবেদন। জানা গেছে, নতুন কার্ডের জন্য ইতিমধ্যে আবেদন করে ফেলেছেন প্রায় ৯০০০ মানুষ। আগামী ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস থেকে আবেদনকারীদের কাছে নতুন ভোটার কার্ড পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে বলে জানিয়েছে নির্বাচন দফতর।
অনলাইন ভোটার কার্ড দেওয়ার এই প্রক্রিয়ায় দুর্নীতি কিংবা অসততার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না রাজ্য নির্বাচন দফতর। নানা প্রান্তের মানুষ, বিশেষত সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের অনেকেই ভোটার কার্ড থাকা সত্ত্বেও নতুন কার্ডের জন্য আবেদন করতে পারেন বলে মনে করা হচ্ছে। এর ফলে অবাধে কাঁটাতার পেরিয়ে যাতায়াত করতে সুবিধা হবে, বাড়বে অপরাধপ্রবণতা। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গোয়েন্দারা।