বুথেই সেরিব্রাল অ্যাটাক, পরে মৃত্যু শিক্ষকের! কমিশনের বিরুদ্ধে খুনের অভিযোগ

বুথেই সেরিব্রাল অ্যাটাক, পরে মৃত্যু শিক্ষকের! কমিশনের বিরুদ্ধে খুনের অভিযোগ

তেহট্ট: ভোটের ডিউটি করতে গিয়েছিলেন তিনি। কিন্তু পরিণাম যে এই হবে তা কল্পনাতীত। বুথের মধ্যেই সেরিব্রাল অ্যাটাক হয় তাঁর, তারপর কিছুদিন হাসপাতালে ভর্তি থাকার পর মৃত্যু হয়েছে নদিয়ার এক শিক্ষকের। এই ঘটনায় পরিবারের তরফ থেকে রাজ্য নির্বাচন কমিশনকে দোষী বলে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, কমিশনের বিরুদ্ধে খুনের অভিযোগও দায়ের করা হবে বলে জানা গিয়েছে। 

নদিয়া জেলার হাঁসপুকুরিয়া বিদ্যাপীঠের শিক্ষক ছিলেন রেবতীমোহন বিশ্বাস। করিমপুর ১ ব্লকের ১৩৪ নম্বর পোলিং স্টেশনে তাঁর ডিউটি পড়েছিল। তবে জানা গিয়েছে, ভোটের দিন ডিউটি চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন। জানা যায় তাঁর সেরিব্রাল অ্যাটাক হয়েছে। এরপর তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এই ঘটনায় অভিযোগ করা হয়েছে যে, নির্বাচন কমিশনের গাফিলতির জেরেই এই ঘটনা ঘটেছে। কমিশনের জন্যই ওই শিক্ষকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, ভোটের দিন কাজ ও পারিপার্শ্বিক চাপেই তিনি অসুস্থ হয়ে পড়েন। 

সোশ্যাল মিডিয়াতেই এই নিয়ে এখন লেখালেখি শুরু হয়েছে। অনেকের দাবি, বুথের ভিতর অসুস্থ হয়ে যাওয়ার পরেও প্রথমে অতটা গুরুত্ব দেওয়া হয়নি। দেরী হয়ে যাওয়ার ফলে বিষয়টি মারাত্মক আকার নিল শেষ পর্যন্ত। সরকারি কর্মীদের এক সংগঠন এই দাবি তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *