কলকাতা: ম্যারাথন বাংলা বিধানসভা নির্বাচনের আজ শেষ দফার ভোট। আগের সাত দফার মত এই দফাতেও সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে বিভিন্ন এলাকা থাকা। জায়গায় জায়গায় বোমাবাজি, সংঘর্ষের চিত্র ফুটে উঠেছে। তবে এসবের মধ্যেও ভোটদান চলছে ভাল মতই। শেষ দফা নির্বাচনে বেলা তিনটে পর্যন্ত ভোট পড়ল ৬৮.৪৬ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে অনুব্রত মণ্ডলের গড় বীরভূমে, ৭৩.৯২ শতাংশ। এছাড়া মালদহে ভোট পড়েছে ৭০.৮৫ শতাংশ, মুর্শিদাবাদে ৭০.৯১ এবং উত্তর কলকাতায় ভোট পড়েছে ৫১.৪০ শতাংশ। ৪টি জেলার ৩৫ আসনে ভোটগ্রহণ আজ।
সবচেয়ে বেশি ভোট পড়ার পাশাপাশি বীরভূমে হিংসার ছবিও ধরা পড়েছে সকাল থেকে, আর তা ব্যাপকভাবেই। বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বান গঙ্গোপাধ্যায়ের সঙ্গে থাকা গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ৷ বিজেপি প্রার্থীকেও বাঁশ হাতে তাড়া করা হয়৷ পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে দু’পক্ষের মধ্যে শুরু হয় পাথর ছোড়াছুড়ি৷ আহত দু’পক্ষেরই কর্মী সমর্থক৷ এদিকে পাথরের আঘাতে তৃণমূলের এক সমর্থক গুরুতর জখম হন৷ রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ পুলিশের সামনেই চলে সংঘর্ষ৷ অনির্বাণ গঙ্গোপাধ্যায় বোঝানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি৷ তাঁর গাড়িতেও হামলা চালানো হয়৷ দফায় দফায় বাড়ে উত্তেজনা৷ বাঁশ হাতে দাপিয়ে বেড়াচ্ছে দুই দলের সমর্থকরাই৷ এক বিজেপি কর্মীর মাথা বাঁশ দিয়ে ফাটিয়ে দেওয়া হয়৷