কলকাতা: আসন সংখ্যায় তৃণমূল গত বিধানসভা নির্বাচনের রেকর্ড ভেঙে দিয়েছে। বলা ভালো নিজের রেকর্ড নিজেই ভেঙেছে তারা। একইসঙ্গে ভোট শতাংশ ব্যাপক উন্নতি হয়েছে শাসক শিবিরের। নির্বাচন কমিশন বলছে, এবার বিধানসভা নির্বাচনে ৪৭.৯ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপির থেকে তা অনেকটাই বেশি। এদিকে বামেদের অবস্থা আরো বেশি শোচনীয় হয়ে গিয়েছে লোকসভার তুলনায়। এবার তাদের ভোট শতাংশ কমে দাঁড়িয়েছে ৪-এ! প্রায় ধুলিস্যাৎ কংগ্রেস। তাদের প্রাপ্ত ভোট ২.৯৩ শতাংশ।
নির্বাচন কমিশনের তরফ থেকে জানা গিয়েছে, এবছর বিধানসভা নির্বাচনে ২১৩ আসন জিতেছে তৃণমূল এবং বিজেপি জিতেছে ৭৭ আসন। যদিও দুটি কেন্দ্রে নির্বাচন এখনো বাকি। তবে আপাতত যা হিসাব তাতে দেখা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের এবারে প্রাপ্ত ভোট ২ কোটি ৮৭ লক্ষ ৩৫ হাজার ৪২০। অন্যদিকে বিজেপি পেয়েছে ২ কোটি ২৮ লক্ষ ৫০ হাজার ৭১০ টি ভোট। যা ৩৮.১ শতাংশ ভোট। বামেদের অবস্থা ব্যাপক শোচনীয়। তারা পেয়েছে মাত্র ২৮ লক্ষ ৩৭ হাজার ২৩৬ টি ভোট, অর্থাৎ ৪.৩৭ শতাংশ। কংগ্রেস পেয়েছে ১৭ লক্ষ ৫৭ হাজার ১৩১ টি ভোট, অর্থাৎ ২.৯৩ শতাংশ। নোটাতে ভোট দিয়েছেন ৬ লক্ষ ৪৬ হাজার ৮২৭ জন, ১.১ শতাংশ মানুষ।
প্রসঙ্গত, প্রসঙ্গত, আগামী ৫ মে, বুধবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পরের দিন, অর্থাৎ ৬ মে থেকে তৃণমূল কংগ্রেসের নব নির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন বিধান সভার স্পিকার৷ এই পদের জন্য বিমান বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় জানান, নির্বাচিত প্রতিনিধিরা সকলে সর্বসম্মতিক্রমে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলের নেত্রী নির্বাচন করেছেন৷ তিনি বলেন, শারীরির প্রতিবন্ধকতা নিয়ে হুইল চেয়ারে বসেই বাংলার মানুষকে রক্ষা করার জন্যে সংগ্রাম চালিয়েছেন তিনি৷ দৃঢ় চিত্তে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ লড়াই করেছেন৷ এর জন্য পরিষদীয় দলের তরফে তাঁকে কৃতজ্ঞতা, অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে৷