কলকাতা: করোনাভাইরাস নিয়ম বিধি মেনে সপ্তম দফার নির্বাচনে শুরু হয়েছিল আজ। আগের ৬ দফার মতো এই দফাতেও একাধিক জায়গা থেকে অশান্তির ছবি ধরা পড়েছে। যদিও একটা ব্যাপার বলা যেতে পারে, আগের দফা গুলি থেকে সপ্তম দফায় হিংসার ঘটনা তুলনায় কিঞ্চিৎ কম। ভোট শতাংশেও ফারাক রয়েছে সপ্তম দফায়।
শেষ পাওয়া তথ্য অনুসারে, আজ বিকেল ৫ টা পর্যন্ত ভোট পড়েছে ৭৫.০৫ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে মুর্শিদাবাদ জেলায়, ৮০.৩০ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে দক্ষিণ কলকাতায়, ৫৯.৯১ শতাংশ! কলকাতা দক্ষিণ কেন্দ্রের বালিগঞ্জে বিকাল ৫ টা পর্যন্ত ভোট ৫৯.৫৯ শতাংশ। ভবানীপুর কেন্দ্রে ৬০.০১ শতাংশ। কলকাতা বন্দর কেন্দ্রে ৬৪.০৯ শতাংশ এবং রাসবিহারীতে ভোট পড়েছে ৫৫.৯৩ শতাংশ। এদিকে দক্ষিণ দিনাজপুরে ভোট পড়েছে ৮০.২১ শতাংশ, মালদহ ভোট পড়েছে ৭৮.৭৬ শতাংশ এবং পশ্চিম বর্ধমানের ভোট পড়েছে ৭০.৩৪ শতাংশ। আজ পাঁচ জেলার ৩৪ টি কেন্দ্রে ভোট।