কত শতাংশ পড়ল ভোট? পঞ্চায়েতে হিংসার বলি ছাড়াল ৩০

কত শতাংশ পড়ল ভোট? পঞ্চায়েতে হিংসার বলি ছাড়াল ৩০

0c441f98b3a2e9a389913435d15d8211

কলকাতা: সময় মেনে চললে শেষ হয়েছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। বিক্ষিপ্ত অশান্তি, বোমাবাজি, হিংসা, খুন, ব্যালট ছিনতাইয়ের মধ্যেও চলছে ভোটগ্রহণ। এভাবেই আজকের দিনটা পার হয়ে গিয়েছে। দুপুর ১টা পর্যন্ত ৪৫ থেকে ৫০ শতাংশ ভোট পড়ে গিয়েছিল। সেই সময়ে পরিসংখ্যান বলছিল, একুশের নির্বাচনের নিরিখে ভোট পড়ার শতাংশ বেশ কম। তবে অবশেষে কত শতাংশ ভোট পড়ল এবারের পঞ্চায়েতে?

তথ্য বলছে, বিকেল ৫টা পর্যন্ত নির্বাচনে ভোট পড়েছে ৬৬.২৮ শতাংশ। তুল্যমূল্য বিচারে এই অশান্তির আবহে ভোটের শতাংশ খুব খারাপ নয়। তবে কমিশনের দাবি, অশান্তির কারণে বহু বুথে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করতেই অনেক দেরি হয়ে গিয়েছে। অনেক এলাকায় শান্তিপূর্ণ ভোট হলেও মানুষ বুথে গিয়ে ভোট দিতে দেরি করেছে। এই কারণে ভোটের শতাংশ কিছুটা হলেও কম। নাহলে তা সহজেই ৭০ শতাংশ পার করে ফেলত। এদিকে বুথ দখল এবং লুট নিয়ে একাধিক দাবি করেছে বিজেপি। তাদের বক্তব্য, ১২ হাজারের বেশি বুথ দখল হয়েছে, প্রায় ১১ হাজার বুথে ছাপ্পা হয়েছে। এছাড়া ৩৮ জনের মৃত্যু হয়েছে। 

যদিও সার্বিক পরিসংখ্যান বলছে, রাজ্য জুড়ে শাসক-বিরোধী মিলিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে পঞ্চায়েত হিংসায়। আর এই নিয়ে এখনও পর্যন্ত বাংলায় পঞ্চায়েতের বলির সংখ্যা গিয়ে ঠেকেছে ৩৩-এ। তবে আজ নির্বাচন কমিশন জানিয়েছে, তাদের কাছে ৩ জনের মৃত্যুর খবরই আছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *