কলকাতা: চার দফার নির্বাচনের পর আজ ছিল পঞ্চম দফার নির্বাচন। বিগত দফা গুলির মতো এদিনও সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়ে রাজ্য জুড়ে। যদিও ভোট শেষ এরপর সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশন জানিয়েছে যে আপাত নিরিখে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে আজকে। বিকেল ৫ টা পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৩৬ শতাংশ। সর্বোচ্চ ভোট পড়েছে জলপাইগুড়িতে, ৮১.৭৩ শতাংশ। এছাড়াও, কালিম্পং-এ ৬৯.৫৬ শতাংশ, দার্জিলিং-এ ৭৪.৩১ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৭৪.৮৩ শতাংশ, পূর্ব বর্ধমানে ৮১.৭২ শতাংশ এবং নদীয়াতে ৮১.৫৭ শতাংশ ভোট পড়েছে।
নির্বাচন প্রসঙ্গে কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন, পঞ্চম দফার নির্বাচনে বিভিন্ন ধরনের রাজনৈতিক অশান্তি ছড়ানোর জন্য গ্রেফতার করা হয়েছে ২৩ জনকে। এছাড়াও প্রিভেনটিভ এরেস্ট ১০০ জন। মোট ১২৩ জনকে এই দফার নির্বাচনের জন্য গ্রেফতার করা হয়েছে। এছাড়াও রানাঘাটের গোয়েশ পুরের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে, পঞ্চম দফাতেও গুলি চলার অভিযোগ উঠেছে। শীতলকুচির পর আজ দেগঙ্গায়। তবে গুলিতে কেউ হতাহত হননি। জমায়েত ঠেকাতে গুলি চালানো হয় বলে জানা যায়। যদিও গুলি চলেনি বলে জানিয়েছে নির্বাচন কমিশন।