কলকাতা: সোনারপুর থেকে শুরু করে দমদম, ব্যারাকপুর, খড়গপুর থেকে জলপাইগুড়ি, বারাসত, সব জায়গায় সকাল থেকেই ভোট ঘিরে উত্তেজনা বহাল। কোথাও ইভিএম ভাঙচুরের অভিযোগ, আবার কোথাও প্রার্থীর সঙ্গেই বচসার ঘটনা, ১০৮ পুরসভার নির্বাচনে আজ বিরাট উত্তাপ। তবে এসবের মধ্যেও সাধারণ মানুষ নিজেদের মতো করে ভোট দিচ্ছেন। আপাতত যা ভোটের হার তাতে বোঝাই যাচ্ছে যে এই ভোট ঘিরে উত্তেজনা কতটা।
আরও পড়ুন- এজেন্ট নিয়ে রাস্তায় অধীর, কংগ্রেস সাংসদকে ঘিরে বিক্ষোভ বহরমপুরে
শেষ পাওয়া তথ্য বলছে, রাজ্যের ১০৮ পুরসভায় সকাল ৯ টা পর্যন্ত ভোটের হার ১৫.৬৬ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়ছে পূর্ব মেদিনীপুরে, ১৯.৯৬শতাংশ। আর সবচেয়ে কম ভোট আপাতত পড়েছে দার্জিলিংয়ে, মাত্র ১০ শতাংশ। গত ভোটের মতই এবারেও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ছাপ্পা ভোট, ভোট লুঠের মত অভিযোগ ইতিমধ্যে তুলেছে বিজেপি। বঙ্গ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, ওয়ার্ডে ওয়ার্ডে ছাপ্পা ভোট চলছে, ভোটের নামে প্রহসন চলছে। পাশাপাশি পুলিশ যে শাসক দলের হয়ে কাজ করে চলেছে তাও দাবি করেছেন তিনি।
অন্যদিকে, ইভিএম ভাঙচুরের অভিযোগে বারাসতের সাত নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে। আবার বারাসতেরই সাত নম্বর ওয়ার্ডের চন্দনপুর প্রাথমিক বিদ্যালয় থেকে এক বহিরাগতকে গ্রেফতার করেছে পুলিশ। যা নিয়ে উত্তেজনা তুঙ্গে। অন্যান্য অনেক বুথেও বহিরাগতরা আছে বলে অভিযোগ আসছে।