সকাল ৯টা পর্যন্ত তিন বিধানসভা কেন্দ্রে কথায় কত ভোট পড়ল?

সকাল ৯টা পর্যন্ত তিন বিধানসভা কেন্দ্রে কথায় কত ভোট পড়ল?

কলকাতা:  আজ হাইভোল্টেজ ভবানীপুরে উপনির্বাচন৷ সকাল থেকেই বুথমুখী ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মানুষ৷ সকাল ৯টা পর্যন্ত ভবানীপুরে ভোটের হার ৭.৫৭ শতাংশ। জঙ্গিপুরে ভোট পড়েছে ১৭.৫১ শতাংশ। সকাল ৯টা পর্যন্ত মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ভোটদানের হার ১৬.৩২ শতাংশ।

আরও পড়ুন- নকল EVM দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা, সরগরম সামশেরগঞ্জ

আজ গোটা দেশের নজর নিশ্চিতভাবেই ভবানীপুরের দিকে৷  কারণ এই কেন্দ্রের প্রার্থী খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে মুখ্যমন্ত্রী পদে থাকার জন্য ভবানীপুর থেকে জিতে আসতে হবে তাঁকে৷ সেই কারণেই ভবানীপুর নিয়ে গোটা দেশের আগ্রহ তুঙ্গে৷ সকাল ৭টা থেকেই ভবানীপুরে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে৷ ভবানীপুরে ভোটদানের হার নিয়েই চিন্তায় রয়েছে মুখ্যমন্ত্রী৷ ভোট প্রচারে গিয়েও তিনি বার বার ভবানীপুরে মানুষকে ভোট দিতে অনুরোধ করেছেন৷  কারণ ভোট দানের হার কমে গেলে ফায়দা নিতে পারে বিরোধীরা৷ প্রসঙ্গত,এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ অন্যদিকে, বামেদের হয়ে লড়ছেন শ্রীজীব বিশ্বাস৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =

নজরে মিত্র ইনস্টিটিউশন, কখন ভোট দিতে আসবেন মমতা-অভিষেক?

নজরে মিত্র ইনস্টিটিউশন, কখন ভোট দিতে আসবেন মমতা-অভিষেক?

কলকাতা:  ভোট চলছে হাইভোল্টেজ ভবানীপুরে৷ এখানে মিত্র ইনস্টিটিউশনে ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারের সদস্যরা৷ প্রতিবারই বিকেলের দিকে ভোট দিতে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই রীতি মেনে এবারও বিকেলেই ভোট দিতে আসবেন তিনি৷ জানা গিয়েছে, বিকেল ৪টের পর ভোট দিতে আসবেন তৃণমূল সুপ্রিমো৷

আরও পড়ুন- সামশেরগঞ্জে কংগ্রেস প্রার্থীর নেতৃত্বে তৃণমূল কর্মীর বাড়িতে হামলা, বোমাবাজির অভিযোগ

এদিকে মিত্র ইনস্টিটিউশনে এসে ভোট দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷ সকাল ১০টা-১১টা নাগাদ ভোট দিতে আসতে পারেন তিনি৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের বাকি সদস্যরাও এখানে ভোট দেবেন৷ তাই সকলেরই নজর রয়েছে ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের দিকে৷ কিছুক্ষণ আগেই অবজার্ভাররা এসেছেন৷  প্রিসাইডিং অফিসারের সঙ্গেও তাঁরা কথা বলেছেন৷ পরিস্থিতির উপর তাঁরা নজর রাখছেন৷ রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ভবানীপুরের উপনির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা মর্যাদার লড়াই৷ অন্যদিকে, বিজেপি’র কাছে এটা মুখ রক্ষার লড়াই৷ সিপিএমের কাছে এই লড়াই অস্তিত্ব রক্ষার৷ এই ভোটে জিতেই মুখ্যমন্ত্রীর আসন পাকা করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =

৩৫ কেন, ৫ হাজার কোম্পানি বাহিনী দিলেও কিছু যায় আসে না, ভবানীপুর নিয়ে ফিরহাদ

৩৫ কেন, ৫ হাজার কোম্পানি বাহিনী দিলেও কিছু যায় আসে না, ভবানীপুর নিয়ে ফিরহাদ

কলকাতা: ভোটের সকালে ভবানীপুর নিয়ে আত্মবিশ্বাসী ফিরহাদ হাকিম৷ তিনি বলেন,  বাড়ি বাড়ি গিয়েছে সকলকে ব্যক্তিগত স্তরে হাত জোড় করে আবেদন জানিয়েছি৷ আশা করি আমার এলাকায় মানুষ ভালো ভাবেই সাড়া দেবে৷  মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মানুষের মধ্যে স্বভাবতই একটা উদ্দীপনা রয়েছে৷ পোলিং ভালোই হবে৷ 

আরও পড়ুন- ভবানীপুরে বুথ জ্যামের অভিযোগ প্রিয়াঙ্কা টিবরেওয়ালের

তাঁর কথায়, ভবানীপুর একটা সাংস্কৃতিক অঞ্চল৷ এখানে চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষ চন্দ্র বোসের মতো বড় বড় মানুষরা থাকতেন৷ উত্তরপ্রদেশ, বিহারে যে গুণ্ডামি হয়, সেটা এখানে হয় না৷ অযথা বিজেপি এখানে ব্যতিব্যস্ত করছে৷ একটু বাদ থেকে ওরা বলতে শুরু করবে, পোলিং এজেন্ট বসাতে দিচ্ছে না৷ কিন্তু বিভিন্ন বুথে খবর নিয়ে দেখেছি ওদের পোলিং এজেন্টই নেই৷ ভবানীপুরে বাইরে থেকে তো আর পোলিং এজেন্ট এখানে বসাতে পারবে না৷ কিছুক্ষণ বাদে দেখবেন বড়বাজার থেকে এজেন্ট ঢোকাবে৷ এখানে ৩৫ কোম্পানি কেন, ৫০০০ কোম্পানি বাহিনী দিলেও কিছু যায় আসে না৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + eighteen =

ভবানীপুরে বুথ জ্যামের অভিযোগ প্রিয়াঙ্কা টিবরেওয়ালের

ভবানীপুরে বুথ জ্যামের অভিযোগ প্রিয়াঙ্কা টিবরেওয়ালের

কলকাতা: হাইপ্রোফাইল ভবানীপুরে সকাল থেকেই ভোটের উষ্ণতা৷ ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পরেই ভবানীপুরে বুথ জ্যামের অভিযোগ তুলল বিজেপি৷ ১২৬ নম্বর বুথে ইভিএম কারচুপির অভিযোগ উঠেছে৷ অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ এদিকে ভোটের সকালেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা-নির্ভয়ে ও আনন্দে ভোট দিন৷ প্ররোচনা ছড়াবেন না৷ প্ররোচনায় জড়াবেন না৷ ভোট বাড়লে লাভ বিজেপি’রই, পাল্টা বার্তা প্রিয়াঙ্কার৷ 

আরও পড়ুন- বৃষ্টি মাথায় নিয়েই ভোট শুরু ভবানীপুর সহ তিন আসনে

ভবানীপুরে ২৮৭টি বুথে মোতায়েন ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ ৩৮টি জায়গায় রয়েছে পুলিশ পিকেট৷ মোতায়েন রয়েছে ৯টি হেভি ফ্লাইং স্কোয়াড৷ এদিকে ভোট শুরু হতেই প্রিয়াঙ্কা টিবরেওয়ালের অভিযোগ,  ‘‘এখন সাড়ে সাতটা বাজে৷ এখনও এখানে মেশিন জ্যাম করে রাখা হয়েছে৷ ভোট শুরু করা হচ্ছে না৷ মেশিন খারাপ থাকলে পাল্টে দাও৷ মেশিন ঠিক রয়েছে না খারাপ সকাল ছটা থেকে সেটাই দেখার ডিউটি তাঁদের৷’’  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − twelve =