কলকাতা: আসন্ন পঞ্চায়েত ভোটের জন্য ইতিমধ্যেই একাধিক নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য নির্দেশ হল, সিভিক ভলান্টিয়াররা পঞ্চায়েত ভোটে প্রার্থী হতে পারবেন না। এদিকে ভোটের ডিউটি পাওয়ার ইস্যু নিয়েও হাইকোর্টে মামলা হয়েছে। যার প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল আদালত। রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ এবং অধ্যাপকদের একাংশের দাবি ছিল, তাদের ভোটের ডিউটি পদ অনুযায়ী দিতে হবে। আদালত তেমনই নির্দেশ দিয়েছে।
বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আবেদন জানিয়েছিল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ এবং অধ্যাপকদের একাংশ। তাঁদের পক্ষের আইনজীবী জানান, সকলকে পদমর্যাদা অনুযায়ী নির্বাচনের ডিউটি দেওয়া হচ্ছে না। এই অভিযোগ শোনার পরেই বিচারপতি সিনহা নির্দেশ দেন, বেতন কাঠামো ও পদমর্যাদা অনুযায়ী অধ্যক্ষ ও অধ্যাপকদের ভোটের ডিউটি নির্ধারণ করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। আগামী ৪ জুলাইয়ের মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে তাদের। অন্যদিকে রোড ইঞ্জিনিয়ারদের সংগঠন ভোটের ডিউটি থেকে অব্যাহতি চেয়েছিল। তাদের আর্জি নাকচ করে দিয়েছে আদালত।