কলকাতা: ৩০ সেপ্টেম্বর হয়ে গিয়েছে ভবানীপুর উপনির্বাচন। সারা দিন ধরে মোটামুটি গোটা এলাকাজুড়েই উত্তাপ ছড়িয়েছিল সেদিন। এদিকে আবার আজ রাত পোহালেই ভোট গণনা। তাই ভবানীপুর নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। নির্বাচনের আগে প্রতিটি বুথকেই স্পর্শকাতর ঘোষণা করে নির্বাচন কমিশন। এবার গণনা নিয়েও সেই কড়াকড়ি বজায় রাখতে তৈরি রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই কলকাতা পুলিশ ঘোষণা করেছে যে, রবিবার গণনাকেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি থাকবে। উল্লেখ্য, আগামীকাল বাকি দুই কেন্দ্র জঙ্গিপুর এবং শমশেরগঞ্জেরও ভোটের ফল প্রকাশ হবে।
ভবানীপুরের গণনা নিয়ে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লালবাজার। বলা হয়েছে, শান্তি বজায় রাখতে এবং যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামীকাল বানীপুর কেন্দ্রে ভোট গণনার সময় গণনাকেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি থাকবে। ফলে গণনাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে পাঁচ জন বা তার বেশি মানুষের জমায়েত করা যাবে না। রবিবার ভোর ৫টা থেকে ভোটের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। এই সময় যদি কেউ ওই এলাকায় নিয়ম ভাঙার চেষ্টা করে তাহলে তাঁকে গ্রেফতার পর্যন্ত করা হতে পারে বলেও স্পষ্ট করা হয়েছে পুলিশের তরফে।
প্রসঙ্গত, ভোটের দিন সকাল থেকেই সবথেকে বেশি উত্তাপ ছড়িয়েছিল ভবানীপুর কেন্দ্র নিয়ে। কারণ এখানে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা সকাল থেকেই একের পর এক অভিযোগ আনেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু নির্বাচন কমিশন খুব একটা পাত্তা দেয়নি তাঁর কোনও অভিযোগে। এদিকে ভুয়ো ভোটার পাকড়াও থেকে শুরু করে বিজেপি নেতার গাড়ি ভাঙচুর, ভোটার প্রভাবিত করার অভিযোগ তোলা থেকে, রিগিং, সব অভিযোগ উঠে আসে। ভবানীপুরে ভোট শেষ হওয়ার ২০ মিনিট আগে থেকে ব্যাপক রিগিং হয়েছে বলে দাবি করে বিজেপি। মূলত ৪টি ওয়ার্ডে রিগিং হয়েছে বলে অভিযোগ। বিজেপি জানায়, ৭০, ৭১, ৭৪ ও ৮২ নম্বর ওয়ার্ডে ব্যাপক রিগিং করেছে তৃণমূল কংগ্রেস। ভোটের ফল প্রকাশের দিন যে উত্তাপ আরও বাড়বে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।