কলকাতা: ৩০ সেপ্টেম্বর হয়ে গিয়েছে ভবানীপুর উপনির্বাচন। সারা দিন ধরে মোটামুটি গোটা এলাকাজুড়েই উত্তাপ ছড়িয়েছিল সেদিন। এদিকে আবার আজ রাত পোহালেই ভোট গণনা। তাই ভবানীপুর নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। নির্বাচনের আগে প্রতিটি বুথকেই স্পর্শকাতর ঘোষণা করে নির্বাচন কমিশন। এবার গণনা নিয়েও সেই কড়াকড়ি বজায় রাখতে তৈরি রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই কলকাতা পুলিশ ঘোষণা করেছে যে, রবিবার গণনাকেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি থাকবে। উল্লেখ্য, আগামীকাল বাকি দুই কেন্দ্র জঙ্গিপুর এবং শমশেরগঞ্জেরও ভোটের ফল প্রকাশ হবে।
