Aajbikel

ধূপগুড়িতে হাড্ডাহাড্ডি লড়াই, সপ্তম রাউন্ড শেষে এগিয়ে গেল তৃণমূল

 | 
ভোট গণনা

ধূপগুড়ি: ধূপগুড়ি উপনির্বাচনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই৷ সপ্তম রাউন্ডের গণনা শেষে এগিয়ে গেল শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রার্থী তাপসী রায়ের থেকে ২,৯৩১ ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়।

মঙ্গলবার ছিল ধূপগুড়ির উপনির্বাচন৷ শুক্রবার ফল ঘোষণার পালা। সকাল থেকেই ধূপগুড়িতে ছিল চাপা উত্তেজনা। বিজেপি কি পারবে আসন ধরে রাখতে? না কি যা চলে যাবে তৃণমূলের হাতে? পরিসংখ্যান বলছে, গত বিধানসভা নির্বাচনের পর থেকে একটি উপনির্বাচনেও জিততে পারেনি বিজেপি। বিধানসভা ভোটে জেতা দিনহাটা এবং শান্তিপুরের জোড়া উপনির্বাচনে হারতে হয় তাদের। ফলে বিজেপি’র কাছে বড় চ্যালেঞ্জ ছিল ধূপগুড়ি। অন্য দিকে, একের পর এক উপনির্বাচনে জিতলেও সাগরদিঘিতে হাকতে হয় তৃণমূলকে৷ সেখানে জেতে কংগ্রেস। যদিও পরবর্তীতে বিধায়ক বাইরন বিশ্বাস কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন৷ তবে সেই হারের ক্ষতে প্রলেপ দিতে ধূপগুড়ি ছিল তৃণমূলের পাখির চোখ।

 

আপাতত ধূপগুড়িতে যা ট্রেন্ড, তাতে  ধীরে ধীরে জমি হারাচ্ছে বিজেপি! সপ্তম রাউন্ড গণনা শেষে বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র। মোট নয় রাউন্ড গণনা হবে৷ চলছে হাড্ডাহাড্ডি লড়াই৷ 

Around The Web

Trending News

You May like