কলকাতা: গতকাল নন্দীগ্রামে গুরুতর আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব মেদিনীপুর সফরে যাচ্ছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। পূর্ব মেদিনীপুর জেলা ম্যাজিস্ট্রেট, এডিএম, পুলিশ সুপার, অতিরিক্ত এসপি এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা সেখানে উপস্থিত থাকবেন। একইসঙ্গে, তিনি স্থানীয় জেলা প্রশাসনের সাথে বৈঠক করবেন বলে জানা গিয়েছে।
গতকাল এই ঘটনায় বিশেষ পুলিশ পর্যবেক্ষক জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপারের কাছ থেকে রিপোর্ট নেবেন। কমিশন সূত্রে জানা গিয়েছে, আচরণবিধি নাগু হওয়ার পর মুখ্যমন্ত্রীর প্রচার চলাকালীন স্থানীয় পুলিশ সুপারের উপস্থিত থাকার কোনও বাধ্যবাধকতা নেই। তবে নিরপেক্ষভাবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রয়োজনে বিশেষ পুলিশ পর্যবেক্ষক ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলতে পারেন, তাদের বক্তব্য নিতে পারেন এবং এমনকি চিকিত্সকদের কাছে রিপোর্ট চাইতেও পারেন। নির্বাচন কমিশন সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীর সুরক্ষায় কোনও গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। এই ঘটনায় ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিব, এবং নির্বাচনে আসা দুই বিশেষ পর্যবেক্ষকের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। ১২ মার্চ বিকেল ৫ টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে আগামীকাল সকালে হেলিকপ্টারে পূর্ব মেদিনীপুর জেলা পৌঁছে যাবেন। তিনি সংশ্লিষ্ট জেলার নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে পর্যালোচনা করবেন বলেও জানা গিয়েছে। আগামীকাল হেলিকপ্টারে আবার কলকাতায় ফিরে আসবেন তিনি বলে জানাচ্ছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন- ‘মমতার বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার পূর্বাভাস ছিল’, বিস্ফোরক দাবি পার্থর
এদিন ভিডিও বার্তায় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কাল তিনি গাড়ির সামনে দাঁড়িয়ে নমস্কার করছিলেন। সেই সময় প্রচন্ড চাপাচাপি হয়। মাথায় এবং পায়ে গুরুতর আঘাত লাগে তাঁর, শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়। চাপাচাপি হওয়ার কারণে ভিড়ের জন্য গাড়ির দরজা চেপে যায় বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি জানান, কাল প্রচন্ড জোরে লেগেছিলো এবং হাত, পা, লিগামেন্টে চোট রয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি তাঁর কর্মসূচি কিছুই নষ্ট করতে চান না। পায়ের সমস্যা থাকলেও তিনি ম্যানেজ করে নেবেন। এক্ষেত্রে আগামী কয়েকদিন হয়তো তাকে হুইল চেয়ারে ঘুরতে হতে পারে তাই তিনি সহযোগিতা চেয়েছেন।