নিজস্ব সংবাদদাতা, বোলপুর: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বিশ্বভারতীর৷ প্রথমে অমর্ত্য সেনের জমি নিয়ে বিতর্ক, আর এবার উপাচার্যের প্রকাশ্য সভায় বিতর্কিত মন্তব্য৷ বুধবার রাতে শান্তিনিকেতনের রামকিঙ্কর মঞ্চে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলেন, ‘বেশির ভাগ রাবীন্দ্রিক ও আশ্রমিক আমার কাছে স্বার্থান্বেষী। স্বার্থের জন্য তাঁরা যা কিছু করতে রাজি। সেখানে রবীন্দ্রনাথ তাদের কাছে একটি সোপান।’ তিনি আরও বলেন, ‘এমন কথার জন্য আমাকে অনেকে অপছন্দ করেন। কিন্তু এই কথাগুলো এখন বলা দরকার।’
সম্প্রতি বিশ্বভারতীর জমি বিতর্কে খোদ অমর্ত্য সেনের সঙ্গে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সংঘাতে গিয়েছেন এবং সেটা একেবারেই ভালো ভাবে নেননি বাংলার মানুষ, বিশেষ করে বাঙালি মধ্যবিত্ত বুদ্ধিজীবীরা। এবার উপাচার্যের এহেন বক্তব্যে ফের নিন্দার ঝড় উঠেছে বিশ্বভারতীতে৷ বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে উপাচার্য বিদুৎ চক্রবর্তীর নাম৷ তাঁর কার্যকলাপে কখনও মানুষের মনে হয়েছে তিনি আরএসএস ঘেষা৷ আবার কখনও মনে হয়েছে তৃণমূলের অঙ্গুলিহেলনে চলছেন তিনি৷ কিন্তু এইসব জল্পনাকে দূরে সরিয়ে বারবার সকলকে ভুল প্রমাণ করেছেন তিনি৷
যাই হোক না কেন, আশ্রমিকদের এহেন আক্রমণে ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিশ্বভারতীর উপাচার্য৷