viswabharati
কলকাতা: আবারও বিতর্কিত কারণে সংবাদ শিরোনামে চলে এল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। কয়েকদিন আগে এখানেই র্যাগিংয়ের অভিযোগ উঠেছিল। এবার বিদেশি ছাত্রের অপহরণের ঘটনা ঘটল! জানা গিয়েছে, মায়ানমারের এক ছাত্রকে তার ভাড়া বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে দ্রুত অভিযোগ জানান হলে বোলপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কী কারণে এই ঘটনা তার কোনও সূত্র আপাতত মিলছে না।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিনিকেতনের ইন্দিরাপল্লি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন ওই ছাত্র। গতকাল দুপুর নাগাদ সাত থেকে আটজন দুষ্কৃতী গাড়ি নিয়ে ওই ভাড়া বাড়িতে চড়াও হয় এবং তাকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। ছাত্রের ফোনও নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। যদিও সন্ধ্যে পর্যন্ত এই খবর কেউই জানতে পারেনি। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন ঘটনার কথা জানতে পেরে পুলিশকে খবর দেয়। থানায় মেল করে অভিযোগ দায়ের করা হয়। সঙ্গে সঙ্গেই ঘটনার তদন্তে শুরু করে পুলিশ।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতে পিএইচডি করছেন ওই ছাত্র। আপাতত তার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অনুমান করা হচ্ছে, ব্যক্তিগত কোনও শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে। তবে অন্য কোনও যোগ সূত্র আছে কিনা তা খুঁজে বের করার চেষ্টা হচ্ছে। একই সঙ্গে, এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছে।