Aajbikel

রবি ঠাকুরের নাম না থাকা ফলক সরছে, নির্দেশ জারি কেন্দ্রের

 | 
বিশ্বভারতী

বোলপুর: বিশ্বভারতীর নয়া ফলক নিয়ে আলোচনা এবং আন্দোলন দুইই চলছে এখনও। কয়েকদিন আগে মেয়াদ শেষ হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর। কিন্তু তিনি যে বিতর্ক থেকে বাইরে চলে গিয়েছেন এমনটা নয়। আসলে বিশ্ববিদ্যালয়ে যে নতুন ফলক তাতে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নেই, আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উপাচার্য বিদ্যুতের নাম। দীর্ঘ কিছু সময় ধরে এই নিয়ে বিতর্ক চলার পর অবশেষে কেন্দ্রের তরফে সেই ফলক সরাতে বলা হয়েছে। এই নিয়ে এসেছে বেশকিছু নির্দেশিকা।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত ফলক সরিয়ে দেওয়ার নির্দেশ জারি করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানিয়েছে, নতুন ফলকে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী কিংবা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম থাকবে না। তাহলে কী লেখা থাকবে তাতে, সেটাও অবশ্য স্পষ্ট করা হয়েছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, নতুন ফলকে একটি ছোট অনুচ্ছেদ ইংরাজি, বাংলা এবং হিন্দি তিন ভাষাতেই লেখা হবে। এইভাবেই নতুন ফলক প্রস্তুত করতে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এই অনুচ্ছেদে লেখা কী থাকবে? 

জানা গিয়েছে, বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা হিসাবে অবশ্যভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম লেখা থাকবে সেখানে। আর তাঁর সম্পর্কিত কিছু তথ্যই লেখা হবে বাকি ফলকে। প্রতিষ্ঠান সম্পর্কে ছোটখাটো বর্ণনা থাকবে এই অনুচ্ছেদে। প্রসঙ্গত, সম্প্রতি বিশ্বভারতীকে বিশ্ব ঐতিহ্যক্ষেত্র বা ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের স্বীকৃতি দিয়েছে ইউনেসকো।

Around The Web

Trending News

You May like