‘বিশ্বকবির অশ্রম রাজনীতির আখড়া’! বিশ্বভারতী তাণ্ডবে খোলা চিঠি শঙ্খ-মনোজ-রুদ্রদের

‘বিশ্বকবির অশ্রম রাজনীতির আখড়া’! বিশ্বভারতী তাণ্ডবে খোলা চিঠি শঙ্খ-মনোজ-রুদ্রদের

 

 কলকাতা: করোনা আবহে দূরত্ব বিধি লাটে তুলে তৃণমূল বিধায়কের নেতৃত্বে বিশাল মিছিল, বুলডোজার নিয়ে বিশ্বভারতীতে তাণ্ডবের বিরুদ্ধে এবার উদ্বেগ প্রকাশ করলেন বিশিষ্টদের একাংশ৷  বিশ্বভারতী তাণ্ডবের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করে এবার খোলা চিঠি দিয়েছেন শঙ্খ ঘোষ-সহ সমাজের বিশিষ্টদের একাংশ৷

বিশ্বভারতীতে তাণ্ডবের দু’দিন পর গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করে খোলা চিঠি লিখেছেন সমাজের বিশিষ্টদের একাংশ৷ তাতে স্বাক্ষর করেছেন শঙ্খ ঘোষ থেকে শুরু করে মনোজ মিত্র, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, কৌশিক সেন, বিভাস চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, অনীক দত্তরা৷ খোলা চিঠিতে দ্রুত গোটা ঘটনার সমাধানের বার্তা পাঠানো হয়েছে৷

চিঠিতে গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ‘ঐক্যমত্য ছাড়া পাঁচিল নির্মাণ, তার ফলে অরাজক ভাঙচুর,’ প্রতিবাদ জানানো হয়েছে৷ বিশ্বকবির অশ্রমে রাজনীতির কাদামাখা কুস্তির আখড়া তৈরি হয়েছে বলেও করা হয়েছে উল্লেখ চিঠিতে৷ সমূলে নষ্ট হতে চলেছে ঐতিহ্য, বিশ্বভারতীর শিক্ষা৷ এই দুর্ভাগ্যজনক ঘটনা গভীরভাবে বিচলিত করেছে৷ কোনও পক্ষকে সমর্থন না করে দ্রুত সমাধানের আবেদন জানানো হয়েছে চিঠিতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =