BIG BREAKING: রাজ্য পুলিশের DG বীরেন্দ্রকে অপসারণ করল কমিশন

BIG BREAKING: রাজ্য পুলিশের DG বীরেন্দ্রকে অপসারণ করল কমিশন

 

কলকাতা: প্রথম দফার ভোটের আগেই রাজ্য পুলিশের DG বীরেন্দ্রকে অপসারণ করল নির্বাচন কমিশন৷  পক্ষপাতিত্ব অভিযোগে সরান হল তাঁকে৷ তাঁর জায়গায় এলেন পি নীরজনয়ন পাণ্ডে৷ তিনি বর্তমানে DG হলেন৷

IPS বীরেন্দ্রকে সরিয়ে দেওয়া হল রাজ্য পুলিশের প্রধানের পদ থেকে৷ তাঁর জায়গায় নিয়ে আসা হল পি নীরজনয়ন পাণ্ডেকে৷ ১৯৮৭ সালের আইপিএস ব্যাচের দক্ষ অফিসার পি নীরজনয়ন পাণ্ডে৷ আপাতত নির্বাচনী দায়িত্বের সঙ্গে যুক্ত কোন পদে বীরেন্দ্রকে রাখা যাবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন৷

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনার পরে আজ রাজ্য পুলিশের মহানির্দেশক ও আইজিপিকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর৷ কমিশনের তরফে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া হয়েছে৷ বীরেন্দ্রকে নির্বাচন সংক্রান্ত কোন কাজের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত কোন পদে বসানো যাবে না বলে চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে৷

নির্দেশ কমিশনের

এর আগে ২৮ জুন ২০১৯ সালে রাজ্য পুলিশের মহানির্দেশক বা ডিজি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বীরেন্দ্রকে৷ বীরেন্দ্রকে নিয়ে পুলিশের অন্দরে দেখা দিয়েছিল তীব্র ক্ষোভ৷ পুলিশ-প্রশাসনের বার্তা সঠিক ভাবে পৌঁছত না বলেও উঠেছিল অভিযোগ৷ এমনকী ভাটপাড়ায় অশান্তি ছড়িয়ে পড়ার সময় থানা উদ্বোধন, মাঝপথ থেকে ফিরে তাঁর কলকাতায় ফিরে যাওয়া ভালোভাবে নেননি পুলিশের অন্য আধিকারিকরা৷ তৈরি হয়েছিল অসন্তোষ৷ পরে ফের তাঁকে ওদে বহাল করা হয়৷

রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে তলবের পর বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন খোদ রাজ্যপাল৷ রাজ্যের পুলিশকর্তা থেকে শুরু করে আমলাদের একাংশের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের গুরুতর অভিযোগ তুলেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ একই অভিযোগ তুলেছিলেন বিরোধী দলের সদস্যরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − five =