পাহারায় বসে মস্তকবিহীন সিকিউরিটি গার্ড! ভয়ে কাঁটা নেটিজেনরা

পাহারায় বসে মস্তকবিহীন সিকিউরিটি গার্ড! ভয়ে কাঁটা নেটিজেনরা

কলকাতা:  ভয়ঙ্কর দৃশ্য! যা দেখে হাড় হিম নেটিজেনদের৷ মস্তকবিহীন সিকিউরিটি গার্ডকে দেখে গায়ে কাঁটা দিচ্ছে তাঁদের৷

আরও পড়ুন- ‘কাশ্মীর না ছাড়লে মৃত্যু’, কাশ্মীরি পণ্ডিতদের হুমকি চিঠি

হ্যাঁ, এমনই এক অদ্ভূত ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ যা দেখে ঘাম ঝরছে নেটাগরিকদের৷ সেখানে দেখা গিয়েছে, একজন সিরিউরিটি গার্ড বসে রয়েছেন৷ যাঁর মাথা নেই৷ ছবিটি দেখে মনে হবে সত্যিকারের৷ কিন্তু কী ভাবে এটা সম্ভব? কী ভাবে মাথা ছাড়া একজন মানুষ বেঁচে থাকতে পারে৷ কী ভাবে চলাফেরা করতে পারে! এই ছবিতে তোলপাড় নেটপাড়া৷ 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ছবি শেয়ার করা হয়েছে রেডিটে। যা নিয়ে হইচই৷ গত ২ মে নিক্সদ্যপালাদিন নামের একজন রেডিট ইউজার এই ছবিটি শেয়ার করেছেন। যা দেখে অনেকেই মনে করছেন এটি আসলে অপ্টিক্যাল ইলিউশনের ছবি। ছবিটা এমন একটি ভঙ্গিতে তোলা হয়েছে বা এডিট করা হয়েছে, যাতে ওই সিকিউরিটির গার্ডে মাথা অদৃশ্য হয়ে গিয়েছে। আবার অনেকে বলছেন, খুব সামান্য কিছু এডিটিং টুলস দিয়েই এমন ছবি তৈরি করা যায়। আপনারা কী পারবেন এই সিকিউরিটি গার্ডের মাথা খুঁজে বার করতে? 

ভাইরাল হওয়া এই ছবিতে অনেকেই কমেন্ট করেছেন৷ এরই মধ্যে অনেকে বলেছেন, ওই সিকিউরিটি গার্ড চেয়ারে বসে রয়েছেন৷ এবং তাঁর মাথা পুরো পিছন দিকে হেলানো৷ ছবিটি এমন ভাবে তোলা হয়েছে, যা দেখে মনে হচ্ছে ওই সিকিউরিটি গার্ডের মাথাটাই নেই। আবার অনেকে বলছেন, এই সিকিউরিটি গার্ডের ছবিটি আসল৷ ছবিতে এডিটিং করে তাঁর মাথা বাদ দিয়ে দেওয়া হয়েছে। তবে কিছু নেটিজেন মনে করছেন, ওই সিকিউরিটি গার্ডের ছবি পুরোটাই ফেক। এটি সম্পূর্ণ তৈরি করা হয়েছে। আপনার কি মত?