Aajbikel

হাতে তাড়া তাড়া নোট! ওড়াচ্ছেন সুন্দরী মেয়েদের উপর! ভাইরালের মদনের নতুন কীর্তি

 | 
মদন

 কলকাতা: নবরূপে ভাইরাল মদন মিত্র৷ এবার মেয়েদের আসরে মধ্যমণি তৃণমূলের রঙিন নেতা৷ ওড়ালেন বান্ডিল বান্ডিল টাকা৷ সেই ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷ 


ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, কালো পঞ্জাবি পরে বসে রয়েছেন কামারহাটির বিধায়ক৷ তার উপর কমলা সুতোর কাজ৷ চোখে হলদেটে চশমা৷ ভিডিয়োতেদেখা গেল বেশ খোশ মেজাজেই রয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক৷ সেখানে আরও দেখা যায়, মদনের হাতে একগুচ্ছ টাকা। আর তাঁর পিছনে দাঁড়িয়ে রয়েছে স্বল্প বসনা সুন্দরী মেয়েরা। ভাবছেন তো এ কী হল মদন? করছেনটাই বা কী? 


তাহলে বলি, এই ভিডিয়োটি কিন্তু রিয়েল নয়, এটা মদনের রিল লাইফ৷ মানে নতুন মিউজিক ভিডিয়ো এনেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। গানের নাম ‘কনট্রোভার্সিয়াল সং: টাকার গান’। যদিও পুরো গান এখনও আসেনি। সবেমাত্র প্রকাশ্যে এয়েছএ টিজার। গানটি গেয়েছেন নচিকেতা চক্রবর্তী।

রাজনীতির পাশাপাশি সদ্য অভিনয় জগতেও আত্মপ্রকাশ ঘটেছে তাঁর৷ এবার প্রকাশ্যে মিউজিক ভিডিয়ো৷  তিনি বুঝিয়ে দিল শুধু রাজনীতি নয়, বিনোদন জগতেও তিনি জনপ্রিয়! কিন্তু মদনের এই ভিডিয়োতে টিপ্পনি করতে ছাড়লেন  না নেটিজেনরা৷ 

এক ইউজার লিখলেন, ‘দাদা এত টাকা। এগুলো কি সব নারদার সময়ের?’ অপরজনের মন্তব্য, ‘দেব-নুসরতের পর দাদা টলিউড থেকে তোমায় ডাকবে ইডি। তৈরি থেকো।’ আবার এক ইউজার লিখেছেন, ‘রাজনীতিতে মন দিন। সামনেই তো ভোট।’ অবশ্য,সবসময় বিন্দাস মুডে থাকা থাকা মদন এসব কটাক্ষে কান দেন না কোনওকালেই। 
 

Around The Web

Trending News

You May like