আসানসোল: আসানসোলের বারাবনিতে ‘আর নয় অন্যায়’ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কাণ্ড৷ বিজেপি’র এই কর্মসূচিতে ‘হামলা’র অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে! এলাকায় চলল ব্যাপক বোমাবাজি, গোলাগুলি৷ এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে বারাবনি৷ বিজেপির তোলা অভিযোগ অস্বীকার তৃণমূলের৷
আরও পড়ুন- বোল্লাকালী পুজোয় ব্যাঘাত, করোনা কাঁটায় জৌলুসহীন উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম উৎসব
অভিযোগ, এদিন বিজেপি’র ‘আর নয় অন্যায়’ কর্মসূচি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মিছিলের উপর ‘হামলা’ চালায় একদল দুষ্কৃতী৷ চলে বোমাবাজি৷ গুলি চালানো হয়েছে বলেও অভিযোগ৷ বেশ কিছু তাজা বোমা উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর৷ রাস্তায় বেশ কিছু বাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে৷ কয়েকটি বাইক ও কিছু দোকানেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ৷ এই ঘটনায় সাতজন জখম হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর৷ দুই বিজেপি কর্মীর গুলি লেগেছে বলে দাবি করা হচ্ছে৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে বলে বিজেপি’র অভিযোগ৷ অন্যদিকে বিজেপি’র দাবি নস্যাৎ করে দিয়েছে তৃণমূল৷ যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়ে পশ্চিম বর্ধমানের তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘‘বিজেপি’র গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা৷ এর সঙ্গে তৃণমূল কোনও ভাবেই জড়িত নয়৷’’ যারা বোমাবাজি করেছে তাদের গ্রেফতার করার পাল্টা দাবি তুলেছে তৃণমূল৷
আরও পড়ুন- ‘শুভেন্দু একজন যোদ্ধা, সিদ্ধান্ত নিজেই জানাবেন’ রাজভবনে বললেন শোভন
এদিকে, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী৷ স্থানীয় বিজেপি নেতা লক্ষণ ঘড়ুই বলেন, এদিন মিছিল শুরু হতেই শুরু হয় বোমা বর্ষন৷ মিছিল লক্ষ্য করে গুলিও চালানো হয়৷ এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে৷ এদিনের ঘটনার পরই তোগ দাগেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ তিনি বলেন, আসানসোলের আইনশৃঙ্খলা মাফিয়াদের হাতে চলে গিয়েছে৷ রাজ্যে হিংসার রাজনীতি চলছে বলে সুর চড়ান কৈলাস বিজয়বর্গীয়৷ বারাবনির ঘটনায় আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় বলেন, ‘‘তৃণমূল যতই বলুন এই ঘটনা বিজেপি’র অন্তর্দ্বন্দ্ব, মানুষ সে কথা বিশ্বাস করবে না৷ বারাবনিতে তৃণূলের ব্লক সভাপতি অসিত মণ্ডল সেখানকার সবচেয়ে বড় কয়লা মাফিয়া৷ আর গোটা চক্রটা নিয়ন্ত্রণ করেন জিতেন্দ্র তিওয়ারি৷’’