কলকাতা: কলকাতার নতুন পুলিশ কমিশনার হতে চলেছেন বিনীত গোয়েল। সৌমেন মিত্রের জায়গায় নতুন পুলিশ কমিশনার হচ্ছেন তিনি। শুক্রবার অবসর নেওয়ার কথা সৌমেন মিত্রের। তাঁর জায়গায় আসছেন বিনীত গোয়েল। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কলকাতার নতুন পুলিশ কমিশনার হয়েছিল সৌমেন মিত্র। তবে তাঁর মেয়াদকাল শেষ হল। তাঁর জায়গায় এবার বিনীত।
চলতি বছরে পঞ্জাবের দুই কুখ্যাত গ্যাংস্টারকে যখন ধরেছিলেন বিনীত গোয়েল তখন তিনি ছিলেন রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান। এবার তাঁর পদোন্নতি হল। নবান্ন সূত্রে খবর, আগামী ৩১ ডিসেম্বর বর্তমান পুলিশ কমিশনার সৌমেন মিত্র অবসর নেবেন। তারপরেই এই দায়িত্ব সামলাবেন বিনীত গোয়েল। বিধানসভা ভোটের আগে দায়িত্ব নিয়ে রাজ্য পুলিশের কাজ ভালভাবেই সামলেছিলেন সৌমেন মিত্র। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে প্রশংসাও পেয়েছেন কাজের জন্য। একুশের নির্বাচনের আগে অনুজ শর্মার জায়গায় কলকাতা পুলিশ কমিশনার করা হয়েছিল সৌমেন মিত্রকে। এবার তিনি অবসর নেওয়ায় পরবর্তী দায়িত্ব সামলাতে প্রস্তুত দুঁদে পুলিশ অফিসার বিনীত গোয়েল।
উল্লেখ্য, পঞ্জাব থেকে নিউটাউনের আবাসনে এসে গা ঢাকা দিয়েছিল জয়পাল সিং ভুল্লার ও তার সঙ্গী যশপ্রীত সিং ওরফে জসসি৷ সেখানেই পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয় এই দুই গ্যাংস্টার৷ খুন, ডাকাতি, মাদক পাচার তো বটেই, পাকিস্তান থেকে হিউম্যান ট্রাফিকিংয়ের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে৷ লুধিয়ানার জাগরাঁও জেলার দুই এএসআই খুনে অভিযুক্ত জয়পাল৷ দীর্ঘদিন ধরেই তার খোঁজ চালাচ্ছিল পুলিশ৷ জয়পালের মৃত্যুর সঙ্গে পঞ্জাবে অপরাধ দুনিয়ার একটি অধ্যায় শেষ হয়৷