হরিরামপুর: রাস্তা নিয়ে দীর্ঘদিনের সমস্যা থাকলেও আজ পর্যন্ত সেই সমস্যা সমাধানের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই গ্রামবাসীরা সিদ্ধান্ত নিয়েছেন এবারে ভোট দিতে যাবেন না। এই চিত্র ফুটে উঠছে হরিরামপুরে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার সমস্যা নিয়ে সমাধানের আর্জি জানানো হলেও তা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই কারণে এবার তারা ভোট বয়কট করছেন।
মূলত মহিলারা ভোট বয়কটের দাবি তুলে অভিযোগ করেছেন, শুধুমাত্র ভোটের আগে এসে প্রার্থীরা তাদের কাছে ভোট চান এবং প্রতিশ্রুতি দেন যে ভোটে জিতলেই রাস্তা করে দেওয়া হবে। কিন্তু বিগত প্রায় কুড়ি বছর ধরে একই সমস্যার সম্মুখীন হয়েছেন তারা। আজ পর্যন্ত কেউ রাস্তার সমস্যা নিয়ে সমাধান করতে আসেনি। এবারেও একই ধরনের ঘটনা ঘটেছে তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন ভোট বয়কট করবেন। সেই প্রেক্ষিতেই তাদের স্পষ্ট বক্তব্য, রাস্তা না হলে তারা কেউ ভোট দিতে যাবেন না। এছাড়াও বলা হয়েছে যে গ্রামের কাউকে তারা ভোট দিতে যেতে দেবেন না, যতদিন রাস্তা হবে না ততদিন তারা ভোট দেবেন না।
এছাড়াও এখানে জলের সমস্যা রয়েছে। গরমের সময় সবচেয়ে বেশি সমস্যা দেখা যায় পানীয় জলের ক্ষেত্রে। তবে তার থেকেও বড় সমস্যা রাস্তার কারণ মাইলের পর মাইল হেঁটে যেতে হয়। অসুস্থ রোগীকে নিয়ে যাওয়ার জন্য ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় সকলকে। সেই কারণে এবার তারা ভোট বয়কটের ডাক দিয়ে আগে সমস্যা সমাধানের দিকে নজর দিতে বলছেন।