টানা ছয় ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলী সেতু, কোন রুটে চলবে গাড়ি জেনে নিন

টানা ছয় ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলী সেতু, কোন রুটে চলবে গাড়ি জেনে নিন

b97171e4a6eadc2970ef54f6e41d9f75

কলকাতা: দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু দিয়ে যাতায়াত করেন? তাহলে জেনে নিন, আগামী রবিবার ১৩ ফেব্রুয়ারি টানা ছয় ঘণ্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু৷ দীর্ঘদিন সেতুর স্বাস্থ্য পরীক্ষা হয়নি৷ ওই দিন যান চলাচল বন্ধ রেখে চলবে মেরামতির কাজ৷ রবিবার সকাল ৮টা থেকে ২টো পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হবে৷ বিকের পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে৷ বুধবার হুগলি রিভার ব্রিজ কমিশনার বা এইচআরবিসি এবং কলকাতা পুলিশের তরফে একথা জানানো হয়েছে৷

আরও পড়ুন- দৈনিক মৃত্যু কমলেও সংক্রমণ বাড়ল বঙ্গে, সুস্থতায় স্বস্তি 

সেতু বন্ধ থাকার ফলে হাওড়া থেকে কলকাতা এবং কলকাতা থেকে হাওড়া হয়ে অন্যান্য জেলার দিকে যে গাড়িগুলি যাতায়াত করে, সেই গাড়িগুলিকে অন্য পথ দিয়ে চালানোর সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। ফলে রবিবার শহরের পথে ট্রাফিক যানযটের আশঙ্কা থাকছে৷ যদিও লালবাজার সূত্রে খবর, রাস্তায় বেরিয়ে সাধারণ মানুষকে যাতে কোনওভাবেই অসুবিধায় পড়তে না হয়, সে বিষয়ে নজর রাখা হবে। দীর্ঘদিন ধরে দ্বিতীয় হুগলি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি। রবিবার বেশ কয়েকটি পিলারও পরীক্ষা করা হবে। ওই দিন কোন পথে চলবে গাড়ি-

১। খিদিরপুর রোড, এজেসি বোস রোড, জিরাট আইল্যান্ড, সেন্ট জর্জেস রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে৷ 
২। এজেসি বোস রোড ধরে জিরুট আইল্যান্ডের দিক থেকে দ্বিতীয় হুগলি সেতুর দিকে যাওয়া গাড়িগুলিকে টার্ফ ভিউ থেকে হেস্টিংস ক্রসিং-এর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। ফলে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্রান্ড রোড ধরে গাড়িগুলি সোজা হাওড়া ব্রিজে উঠতে পারবে।
৩। জেএন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড ধরে বিদ্যাসাগর সেতুগামী গাড়িগুলি আবার ফারলং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরে যাবে৷ যাতে ওই গাড়িগুলিও সেন্ট জর্জেস গেট রোড-স্ট্রান্ড রোড হয়ে হাওড়া ব্রিজে উঠে যেতে পারে।
৪। কেপি রোড ধরে আসা গাড়ির মুখ ঘোরানো হবে ওয়াই পয়েন্ট থেকে ফারলং রোডের দিকে। ওই গাড়িগুলি রেড রোড ধরে হাওড়া চলে যেতে পারবে।
৫। খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড ধরে যে সকল গাড়ি দ্বিতীয় হুগলি সেতুর মুখে আসবে, সেগুলিকেও হেস্টিংস ক্রসিং-হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *