হাইভোল্টেজ ভবানীপুরে বিজয় মিছিলে ‘না’ কমিশনের

হাইভোল্টেজ ভবানীপুরে বিজয় মিছিলে ‘না’ কমিশনের

কলকাতা: আগামীকাল ভবানীপুর উপনির্বাচনের ভোট গণনা। হাইভোল্টেজ রবিবারে আরও একবার ফয়সলা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য৷ গণনা কেন্দ্রে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা৷ স্ট্রং রুমের নিরাপত্তায় থাকছে কেন্দ্রীয় বাহিনী৷ তবে উল্লেখ্য বিষয় হল, কোভিড বিধি মেনে এবারেও কোনও রকম জনসমাবেশ করা যাবে না৷ করা যাবে না বিজয় মিছিল৷  বিজয়ী প্রার্থী দু’জনকে সঙ্গে নিয়ে ভিতরে রিটার্নিং অফিসারের কাছে প্রবেশ করতে পারবেন৷ 

আরও পড়ুন- দিলীপ ঘোষের সঙ্গে দ্বৈরথের মাঝেই দল বদল নিয়ে মুখ খুললেন হিরণ

এছাড়াও গণনা কেন্দ্রে থাকবে মোবাইল রিসিভিং কাউন্টার৷ একমাত্র রিটার্নিং অফিসার এবং অবজার্ভারই ভিতরে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন৷ তাছাড়া অন্য কেউ মোবাইল নিয়ে যেতে পারবেন না৷ কাউন্টিং হবে মোট ১৪টা টেবিলে৷ প্রথমেই শুরু হবে পোস্টাল ব্যালেট কাউন্টিং৷ পরে শুরু হবে ইভিএম কাউন্ট৷ ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ২৮৭টি বুথ রয়েছে৷ ২৮৭টি ইভিএম গণনার পর সেটা অবজার্ভারের কাছে আসবে৷ ডেটা শিট তৈরির পর নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তা আপলোড করা হবে৷ শেখাওয়াত গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে হবে ভোট গণনা৷ সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা৷ ভবানীপুরে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ফিরহাদ হাকিম৷   

এদিকে আগামীকাল ভবানীপুর কেন্দ্রে ভোট গণনার সময় গণনাকেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি থাকবে। ফলে গণনাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে পাঁচ জন বা তার বেশি মানুষের জমায়েত করা যাবে না। রবিবার ভোর ৫টা থেকে ভোটের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। এই সময় যদি কেউ ওই এলাকায় নিয়ম ভাঙার চেষ্টা করে তাহলে তাঁকে গ্রেফতার পর্যন্ত করা হতে পারে বলেও স্পষ্ট করা হয়েছে পুলিশের তরফে। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *