১০০ বছরে প্রথম, ‘ভালোবাসা’র ভিক্টোরিয়ায় ঝুলল তালা! জারি নিষেধাজ্ঞা

১০০ বছরে প্রথম, ‘ভালোবাসা’র ভিক্টোরিয়ায় ঝুলল তালা! জারি নিষেধাজ্ঞা

কলকাতা: করোনা আতঙ্কে এবার তালা ঝুলল ‘রানির মহলে’৷ একশো বছরের ইতিহাসে এই প্রথম৷ জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হল ভিক্টোরিয়া মেমোরিয়াল হল৷ ১৯ মার্চ বৃহস্পতিবার থেকে ৩১ মার্চ পর্যন্ত  ভিক্টোরিয়া মেমোরিয়াল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ৷ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভিক্টোরিয়ার মাঠে প্রাতঃভ্রমণের উপরেও৷

সারা দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রমণের স্টেজ টুতে রয়েছে ভারত৷ বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা৷ পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছে৷ খুব প্রয়োজন না পড়লে জমায়েত বা ভিড়ভাট্টা এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ৷

প্রতিদিন এই স্মৃতিসৌধের সৌন্দর্য উপভোগ করেত ভিড় জমান হাজার হাজার মানুষ৷ তাঁদের মধ্যে আবার ১৫ থেকে ২০ শতাংশই বিদেশি৷ এই জমায়েত এড়াতেই ভিক্টোরিয়া মেমোরায়াল বন্ধের সিদ্ধান্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷ ৩১ মার্চের পর পরিস্থিতি বিচার করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়েছে৷

এদিকে, করোনা কাঁটা থেকে থেকে বাঁচতে আগেই মিউজিয়াম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বন্ধ করা হয়েছে বেলুড় মঠ৷ এদিন করোনা সংক্রমণ রুখতে নির্দেশিকা জারি করেছে সায়েন্স সিটি, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সায়েন্স মিউজিয়ামও৷ ৩১ তারিখ পর্যন্ত আপাতত বন্ধ থাকবে কলকাতার এই দর্শনীয় স্থানগুলিও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =