প্রথম হলেও মাও নেতা অর্ণবকে পিএইচডি করতে বাধা উপাচার্যের! ময়দানে দুই মন্ত্রী ও কুণাল

কলকাতা:  জেলে বসে পড়াশোনা করেই পিএইচডি-র প্রবেশিকা পরীক্ষা দিয়েছিলেন তিনি৷ তাতে প্রথমও হন মাওবাদী নেতা অর্ণব দাম। তবে তাঁর গবেষণার পথ যে মসৃণ হবে না,…

কলকাতা:  জেলে বসে পড়াশোনা করেই পিএইচডি-র প্রবেশিকা পরীক্ষা দিয়েছিলেন তিনি৷ তাতে প্রথমও হন মাওবাদী নেতা অর্ণব দাম। তবে তাঁর গবেষণার পথ যে মসৃণ হবে না, তা স্পষ্ট৷ যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অর্ণবের পিএইচডি-তে বাধা দিচ্ছেন খোদ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্র৷ অভিযোগ করেছেন কুণাল ঘোষও৷ সেই বাধা কাটাতেই এবার ময়দানে নামল তৃণমূল। কথা হয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং কারামন্ত্রী অখিল গিরির সঙ্গেও। পিএইচডি-র কাজে সুবিধার্থে প্রয়োজনে অর্ণবকে হুগলি জেল থেকে বর্ধমান জেলে নিয়ে আসা হতে পারে বলেও খবর মিলেছে৷ এ প্রসঙ্গে কুণাল বলেন, পরীক্ষায় ভাল ফল করার পরেও অর্ণবকে পিএইচডি করতে বাধা দেওয়া হচ্ছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এই ভূমিকায় রীতিমতো অসন্তুষ্ট রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ অর্ণবের প্রসঙ্গে ব্রাত্য এবং অখিল আলোচনা করেছেন বলেও সূত্র মারফত খবর মিলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *