Aajbikel

পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত স্থগিতাদেশ নয়, রায়দান হল না

 | 
হাইকোর্ট

কলকাতা: সাক্ষাৎকার কাণ্ডের পর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতির দুটি মামলা থেকে সরিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মামলা গিয়েছে বিচারপতি অমৃতা সিনহার কাছে। এবার পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত কোনও স্থগিতাদেশ দিলেন না তিনি। এই মামলায় আগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে এই মামলায় সুপ্রিম কোর্ট ৭ দিনের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিল। 

রাজ্য সরকারের পক্ষ থেকে পুরসভার নিয়োগ দুর্নীতি মামলার নির্দেশের বিবেচনার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আবেদন জানান হয়। সোমবার এই মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি। আগামী শুক্রবার অর্থাৎ ১২ মে মামলার রায় দেবেন তিনি। আসলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। কিন্তু শীর্ষ আদালত এক সপ্তাহের স্থগিতাদেশ দিয়ে মামলা আবার কলকাতা হাইকোর্টে পাঠায়। সেই মামলাতেই বিচারপতি অমৃতা সিনহার দ্বারস্থ হয় রাজ্য। তবে এই মুহূর্তে কোনও রায় এল না। 

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কিছু মামলা থেকে যে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সরানো হচ্ছে, তা স্পষ্ট হয়ে গিয়েছিল শুক্রবার দুপুরেই৷ তবে সবকটি মামলা নাকি কোনও নির্দিষ্ট মামলা থেকে সরছেন বিচারপতি তা নিয়ে প্রথমে সংশয় ছিল। সন্ধেয় আসে সুপ্রিম কোর্টের নির্দেশনামা৷ জানা যায় প্রাথমিকের দু’টি মামলা সরছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে।  

Around The Web

Trending News

You May like