Aajbikel

ফলক বিতর্কের মাঝেই উপাচার্য বদল বিশ্বভারতীতে, কী কারণ

 | 
বিদ্যুৎ চক্রবর্তী

বোলপুর: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে বিদ্যুৎ চক্রবর্তী আসা থেকেই একের পর এক বিতর্ক দেখা দিয়েছে। কখনও নোবেলজয়ী অমর্ত্য সেনকে নিয়ে কোনও ঘটনা, আবার কখনও সরাসরি রাজ্যের সঙ্গে সংঘাত। হালে বিশ্বভারতীর নয়া ফলক নিয়ে ব্যাপক আলোড়ন হচ্ছে। সেই ফলকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নেই, আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উপাচার্য বিদ্যুতের নাম। সেই বিতর্কের আবহেই এবার বিশ্বভারতীয় উপাচার্য বদল হল। 

আসলে মেয়াদ শেষ হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর। তাই বুধবার বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য হলেন সঞ্জয়কুমার মল্লিক। তিনি কলাভবনের অধ্যক্ষ এবং বিশ্বভারতীর কর্মসমিতিরও সদস্য। পদে আসার দিন থেকে বিতর্ক সঙ্গে করে রাখা বিদ্যুতের উপাচার্য পদের শেষ দিনেও অন্য চিত্র দেখা গেল। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হতে পারে এমন আশঙ্কা ছিল, তাই আগেভাগেই মহিলা পুলিশ-সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল তাঁর আশে পাশে।   

উল্লেখ্য, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নয়া ফলক ইস্যুতে প্রতিবাদ জানিয়ে আন্দোলন শুরু করেছে তৃণমূল। তবে ঘাসফুল একা নয়, বিজেপি একাংশও এই ইস্যুতে উপাচার্যকে নিশানা করেছে। শান্তিনিকেতনের কবিগুরু মার্কেটে ১২ দিন ধরে অবস্থান করছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সেখানেই আচমকা উপস্থিত হয়েছিলেন বিজেপি নেতা অনুপম হাজরা। তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে কিছুক্ষণ কথা বলতেও দেখা যায় তাঁকে। এছাড়া মঞ্চের সামনে রবীন্দ্রমূর্তিতে মাল্যদান করেন তিনি। 

Around The Web

Trending News

You May like