কলকাতা: বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টি হলেও, কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একটা বড় অংশে ভ্যাপসা, অস্বস্তিকর গরম থেকে আপাতত স্বস্তি মিলবে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শুকনো গরমের দাপট চলবে। কার্যত তাপপ্রবাহ পরিস্থিতি চলছে সেখানে।
তাপমাত্রার ভিন্ন চিত্র উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন এলাকাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আগামী কয়েকদিনও বৃষ্টি চলবে। মধ্য অসমের উপর থাকা একটি ঘূর্ণাবর্তর প্রভাবে উত্তরবঙ্গের উপরের দিকের অংশ নিয়মিত বৃষ্টি পাচ্ছে। সেখানে সমতল এলাকাতে তাপমাত্রা বেশ কম।
হাওয়া অফিস সূত্রে খবর, দখিনা বাতাসে ভর করে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বায়ুমন্ডলে ঢুকছে। এই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রমেঘ তৈরি হয়ে হালকা বৃষ্টি হচ্ছে। কিন্তু যেখানে ওই হালকা বৃষ্টি হচ্ছে, সেখানেও গরম থেকে বিশেষ স্বস্তি মিলছে না। বিকেলের পর বৃষ্টি হচ্ছে। পরের দিন চড়া রোদে গরম বাড়ছে। খুব জোরালো বৃষ্টি বা ঝড় হওয়ার অনুকূল পরিস্থিতি আজ, বুধবারও নেই। তবে কাল, বৃহস্পতিবার কিছুটা অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। তাতে ওইদিন বৃষ্টির মাত্রা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও কোথাও বেশি হতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।