হাওড়াগামী বন্দে ভারতে বিপত্তি! প্লাটফর্মে ধাক্কা খেয়ে ভাঙল একের পর এক পাদানি

হাওড়াগামী বন্দে ভারতে বিপত্তি! প্লাটফর্মে ধাক্কা খেয়ে ভাঙল একের পর এক পাদানি

vande bharat

কলকাতা: ফের দুর্ঘটনার কবলে বন্দেভারত এক্সপ্রেস৷ যদিও এ বার পাথর ছোড়ার ঘটনা নয়৷ বরং প্লাটফর্মের গা ঘেঁষে ছুটল ট্রেন। ঘষা খেয়ে বেশ কয়েকটি কামরার পাদানি ভেঙেচুরে গিয়েছে৷ দুর্ঘটনার জেরে এক ঘণ্টা ভেদিয়া স্টেশনে দাঁড়িয়ে থাকে আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই৷ রেল সূত্রে জানা গিয়েছে, স্টেশনের সঙ্গে ঘষা লেগে  আপ বন্দেভারত এক্সপ্রেসের একাধিক পাদানি ভেঙে গিয়েছে৷ খবর পেয়েই অকুস্থলে পৌঁছন রেলকর্মীরা৷  প্রায় ঘন্টাখানেক ধরে মেরামতির পর গন্তব্যের উদ্দেশে রওনা দেয় বন্দেভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =