কলকাতা: বাড়াবাড়ি রকমের সংক্রমণ বেড়েছিল বঙ্গে এবং তার জন্যই কড়া বিধিনিষেধ লাগু করা হয়েছে। গতকাল আবার ১০ হাজারের ওপর চলে গিয়েছে দৈনিক সংক্রমণ। কলকাতা এবং উত্তর ২৪ পরগনা ছাড়াও বাকি বেশহ কয়েকটি জেলা নিয়ে চিন্তা থেকে যাচ্ছে। কিন্তু সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দফতরে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে স্বস্তি মিলবে কিছুটা। দাবি করা হচ্ছে, কোভিড ভ্যাকসিন সংক্রমণ এবং মৃত্যু অনেকটাই কমিয়ে দিয়ে বাংলায়।
বিশেষজ্ঞ কমিটি স্বাস্থ্য দফতরে যে রিপোর্ট জমা দিয়েছে তাতে উল্লেখ করা হয়েছে যে, কোভিড ভ্যাকসিনের জোড়া ডোজ রাজ্যে করোনা থেকে মৃত্যু এবং সংক্রমণকে কমিয়ে দিয়েছে। করোনার তৃতীয় ঢেউয়ে উপসর্গ থাকা রোগীদের সমস্যা এবং প্রটোকল স্থির করতে ডাক্তার গোপালকৃষ্ণ ঢালির নেতৃত্বে ছয় সদস্যের বিশেষজ্ঞ কমিটি সম্প্রতি হাওড়ার বালটিকুরি হাসপাতাল, নিউটাউনের সি এন সি আই এবং উত্তর কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি বয়স্ক এবং উপসর্গ থাকা করোনা রোগীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে স্বাস্থ্য ভবনে যে রিপোর্ট জমা দিয়েছেন তাতেই এই কথা উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে। দ্বিতীয় ঢেউয়ের সময় ৩১ থেকে ৪৫ বছর বয়সের সংক্রমণ যেখানে ছিল মোট আক্রান্তের ১০.৬ শতাংশ এবার তৃতীয় ঢেউয়ে তা কমে প্রায় ৬ শতাংশে নেমে এসেছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি দ্বিতীয় ঢেউয়ে ৫১ শতাংশ হলেও তৃতীয় ঢেউয়ে উপসর্গ রয়েছে এমন রোগীর ৭৮ শতাংশই সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও জানানো হয়েছে।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১০ হাজার ৪৩০ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ৩৪ জনের। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ২ হাজার ২০৫ জন। সংক্রমণের নিরিখে তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ১ হাজার ৭৬১ জন। ফলে গোটা রাজ্য জুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে আপাতত দাঁড়িয়েছে ১৯ লক্ষ ১৭ হাজার ৫১৪ জন। মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ১৫৫ জনের।