সন্দেশখালির উত্তমকে ছ’বছরের জন্য সাসপেন্ড করলেন অভিষেক, জানালেন পার্থ ভৌমিক

সন্দেশখালির উত্তমকে ছ’বছরের জন্য সাসপেন্ড করলেন অভিষেক, জানালেন পার্থ ভৌমিক

কলকাতা:  উত্তপ্ত সন্দেশখালি নিয়ে প্রথম পদক্ষেপ৷ শাহজাহান শেখের অনুগামী তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সদস্য উত্তম সর্দারকে দল থেকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। এলাকায় সন্ত্রাস ছড়ানো, ভয় প্রদর্শন, স্থানীয়দের সঙ্গে দুর্ব্যবহার-সহ একাধিক অভিযোগ রয়েছে এই উত্তমের বিরুদ্ধে। তাঁকে ছয় বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে৷। শনিবার রেড রোডে তৃণমূলের ধরনামঞ্চ থেকে এ কথা জানান রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। তিনি জানান, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই ফেরার উত্তমকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে দল৷

গত ৫ জানুয়ারি রেশন বন্টন দুর্নীতি মামলায় সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে শাহজাহান অনুগামীদের হাতে মার খেতে হয় ইডি আধিকারিকদের৷ এর পর থেকেই সন্দেশখালির পরিস্থিতি ক্রমশ অস্থির হয়ে উঠতে থাকে। তল্লাশি চালিয়েও শাহজাহানের খোঁজ মেলেনি৷ তবে তাঁর অত্যাচারের প্রতিবাদে পথে নামেন স্থানীয় বাসিন্দারা। গত দু’দিন ধরে পরিস্থিতি আরও উত্তাল হয়ে ওঠে৷ তাঁর পাশাপাশি শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার এবং শিবু হাজরাদের বিরুদ্ধেও সোচ্চার হয় স্থানীয় মানুষ। এরই মধ্যে শনিবার উত্তমকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন পার্থ ভৌমিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *